শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
নতুনধারা
  ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

প্রথম অধ্যায়

প্রশ্ন : ১. - সালে ভাষা আন্দোলন হয়েছিল।

উত্তর : ১৯৫২

প্রশ্ন : ২. ৬ দফা আন্দোলন - সালে হয়েছিল।

উত্তর : ১৯৬৬

প্রশ্ন : ৩. ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল -।

উত্তর : আওয়ামী লীগ

প্রশ্ন : ৪. বাংলাদেশের স্বাধীনতা দিবস -।

উত্তর : ২৬ মার্চ।

প্রশ্ন : ৫. - সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।

উত্তর : ১৯৪৭

প্রশ্ন : ৬. মুক্তিযুদ্ধ শুরু হয় -।

উত্তর : ১৯৭১ সালের ২৬ মার্চ

প্রশ্ন : ৭ . মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা -।

উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : ৮. - আহ্বানে বাঙালি জাতি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

প্রশ্ন : ৯. - মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

প্রশ্ন : ১০. - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়।

উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল

প্রশ্ন : ১১. - মুজিবনগর সরকার গঠিত হয়।

উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল

প্রশ্ন : ১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন -।

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রশ্ন : ১৩. - মুক্তিবাহিনী গঠন করা হয়।

উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই

প্রশ্ন : ১৪. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন -।

উত্তর : কর্নেল (পরবর্তীতে জেনারেল) মুহম্মদ আতাউল গণি ওসমানী

প্রশ্ন : ১৫. মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে - ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।

উত্তর : তিনটি

প্রশ্ন : ১৬. - নিয়ে মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী গঠিত হয়েছিল।

উত্তর : বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের

প্রশ্ন : ১৭. আমরা - শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।

উত্তর : ১৪ ডিসেম্বর

প্রশ্ন : ১৮. - মিত্রবাহিনী বলা হতো।

উত্তর : মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সহায়তাকারী বাহিনীকে

প্রশ্ন : ১৯. যৌথবাহিনী - সমন্বয়ে গঠিত হয়।

উত্তর : মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর

প্রশ্ন : ২০. - যৌথবাহিনী গঠন করা হয়।

উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর

প্রশ্ন : ২১. সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি -।

উত্তর : বীরশ্রেষ্ঠ

অধ্যায় : দুই

প্রশ্ন : ২২. বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় -।

উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন

প্রশ্ন : ২৩ ইংরেজরা কত সময় ধরে এ দেশে রাজত্ব করে -।

উত্তর : প্রায় ২০০ বছর ধরে (১৭৫৭ থেকে ১৯৪৭)

প্রশ্ন : ২৪. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন -।

উত্তর : সিরাজউদ্দৌলা

প্রশ্ন : ২৫. সিরাজউদ্দৌলা - বাংলার নবাব হন।

উত্তর : নবাব আলীবর্দি খাঁর মৃতু্যর পর

প্রশ্ন : ২৬. ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল -।

উত্তর : 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি'

প্রশ্ন : ২৭. - পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর : ১৭৫৭ সালের ২৩ জুন

প্রশ্ন : ২৮. - বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর : ১৭৬৪ সালে

প্রশ্ন : ২৯. - সিপাহি বিদ্রোহ দেখা দেয়।

উত্তর : ১৮৫৭ সালে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45328 and publish = 1 order by id desc limit 3' at line 1