শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ১৯ জুন ২০১৯, ০০:০০
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

পঞ্চম অধ্যায়

৫০। পনসের বিপরীত দিকে অবস্থিত খন্ডাংশকে কী বলে?

উত্তর : সেরিবেলাম

৫১। লঘুমস্তিষ্কের কোন অংশ অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে?

উত্তর: সেরিবেলাম

৫২। পনস লঘুমস্তিষ্কের কোথায় অবস্থিত?

উত্তর: সামনে ও নিচে

৫৩। পনস গুরুমস্তিষ্ক, লঘুমস্তিষ্ক ও মধ্যমস্তিষ্ককে কীসের সাথে সংযোজিত করে?

উত্তর: সুষুম্না শীর্ষকের

৫৪। মস্তিষ্কের নিচের অংশের নাম কী?

উত্তর: মেডুলা বা সুষুম্না শীর্ষক

৫৫। মেডুলা মস্তিষ্ককে কীসের সাথে সংযোজিত করে?

উত্তর: মেরুরজ্জুর

৫৬। মস্তিষ্কের বোঁটা বলা হয় কাকে?

উত্তর: মেডুলা বা সুষুম্না শীর্ষকে

৫৭। মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন, খাদ্যগ্রহণ ও শ্বসন ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে?

উত্তর: মেডুলা

৫৮। মেরুরজ্জু কোথায় সংরক্ষিত থাকে?

উত্তর: মেরুদন্ডের মধ্যে

৫৯। শ্বেত পদার্থের ভিতর দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যাতায়াত করে-

উত্তর: মেরুরজ্জু

৬০। স্নায়ু তাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে কী ঘটে?

উত্তর: প্রতিবর্ত ক্রিয়া

৬১। যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না তাকে কী বলে?

উত্তর: প্রতিবর্ত ক্রিয়া

৬২। প্রতিটি প্রতিবর্ত চক্রের কয়টি অংশ থাকে?

উত্তর: ৫টি

৬৩। যেসব পদার্থ দেহের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয় তাকে কী বলে?

উত্তর: রেচন পদার্থ

৬৪। দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে কী বলে?

উত্তর: রেচন

৬৫। তিনটি রেচন অঙ্গের নাম লিখ।

উত্তর: ফুসফুস, চর্ম ও বৃক্ক

৬৬। কার্বন ডাইঅক্সাইড কীসের মাধ্যমে বের হয়?

উত্তর : ফুসফুসের

৬৭। লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ কীসের মাধ্যমে বের হয়ে যায়?

উত্তর : চর্মের

৬৮। কীসের মাধ্যমে দেহের নাইট্রোজেনযুক্ত তরল, দূষিত পদার্থ পরিত্যক্ত হয়?

উত্তর : বৃক্কের

৬৯। কোন তিনটি অঙ্গের ভিতর দিয়ে দূষিত পদার্থ নিষ্কাশিত হয়?

উত্তর : বৃক্ক, ত্বক ও ফুসফুস

৭০। প্রধান রেচন অঙ্গের নাম কী?

উত্তর : বৃক্ক

৭১। যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে কী বলে?

উত্তর : রেচনতন্ত্র

৭২। নিঃশ্বাসের বায়ুতে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে?

উত্তর : ৪ ভাগ

৭৩। নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের সাথে কী থাকে?

উত্তর : জলীয়বাষ্প

৭৪। মানবদেহের বহিরাবরণকে কী বলে?

উত্তর : চর্ম বা ত্বক

৭৫। ত্বকে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে তাকে কী বলে?

উত্তর : লোমকূপ

৭৬। লোমকূপ দিয়ে কী বের হয়?

উত্তর : ঘাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<54187 and publish = 1 order by id desc limit 3' at line 1