শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ৩১ জুলাই ২০১৯, ০০:০০
অসাম্প্রদায়িকতা

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা

থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

মানবধর্ম

৩২। 'মানবধর্ম' কবিতায় নিত্য সম্বন্ধীয় অব্যয় হচ্ছে-

ক. কিসে

খ. কিংবা

গ. অনুসারে

ঘ. যথা-তথা

সঠিক উত্তর : ঘ. যথা-তথা

৩৩। 'মানবধর্ম' কবিতাটি কোন ছন্দে রচিত?

ক. স্বরবৃত্ত

খ. অক্ষরবৃত্ত

গ. মাত্রাবৃত্ত

ঘ. অমিত্রাক্ষর

সঠিক উত্তর : খ. অক্ষরবৃত্ত

৩৪। লালনের গানের মূলমন্ত্র হিসেবে নিচের কোনটি প্রযোজ্য?

ক. মনুষ্যধর্ম

খ. জাতধর্ম

গ. অহংকার

ঘ. বংশপরিচয়

সঠিক উত্তর : ক. মনুষ্যধর্ম

৩৫। ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ার সঙ্গে কীভাবে লালন শাহের সম্পর্ক সৃষ্টি হয়েছে?

ক. জন্মসূত্রে

খ. বিদ্যালয়সূত্রে

গ. অসুস্থতাসূত্রে

ঘ. বৈবাহিকসূত্রে

সঠিক উত্তর : ক. জন্মসূত্রে

৩৬। 'মানবধর্ম' কবিতায় প্রকাশ পেয়েছে-

ক. অসহানুভূতিশীলতা

খ. অসাম্প্রদায়িকতা

গ. ধর্মানুভূতি

ঘ. আধ্যাত্মভাব

সঠিক উত্তর : খ. অসাম্প্রদায়িকতা

৩৭। 'মানবধর্ম' কবিতার মাধ্যমে লালন শাহ মানুষ সম্পর্কে কী প্রকাশ করেছেন?

ক. বিদ্বান

খ. উপলব্ধি

গ. আধ্যাত্মিক ভাব

ঘ. দর্শন

সঠিক উত্তর : ঘ. দর্শন

৩৮। লালন শাহ কোনটিকে বাজারে বিকিয়েছেন?

ক. বংশমর্যাদা

খ. জাতপ্রথা

গ. সৃষ্টিধর্ম

ঘ. মানবধর্ম

সঠিক উত্তর : খ. জাতপ্রথা

৩৯। 'মানবধর্ম' কবিতায় যে ছন্দের পরিচয় পাওয়া যায়-

ক. ছন্দ

খ. অক্ষরবৃত্ত

গ. মাত্রাবৃত্ত

ঘ. স্বরবৃত্ত

সঠিক উত্তর : খ. অক্ষরবৃত্ত

৪০। লালন শাহ গুরুত্বপূর্ণ মনে করেন-

ক. মানবধর্মকে

খ. জাতিকে

গ. ধর্মকে

ঘ. সৃষ্টিকে

সঠিক উত্তর : ক. মানবধর্মকে

বঙ্গভূমির প্রতি

১। বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন কোন কবি?

ক. কাজী নজরুল ইসলাম

খ. প্রেমেন্দ্র মিত্র

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর : ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২। বাংলায় প্রথম পত্রকাব্য লেখেন-

ক. জসীমউদ্‌দীন

খ. মধুসূদন দত্ত

গ. নজরুল ইসলাম

ঘ. বুদ্ধদেব বসু

সঠিক উত্তর : খ. মধুসূদন দত্ত

৩। হিন্দুধর্ম ত্যাগ করে কবি কোন ধর্ম গ্রহণ করেন?

ক. ইসলাম

খ. বৌদ্ধ

গ. খ্রিস্ট

ঘ. জৈন

সঠিক উত্তর : গ. খ্রিস্ট

৪। কবি মনে রাখার মিনতি করেছেন কার কাছে?

ক. আলস্নাহ্‌ তায়ালার

খ. কবির

গ. দেশমাতৃকার

ঘ. পদের

সঠিক উত্তর : গ. দেশমাতৃকার

৫। কবি কী প্রার্থনা করেছেন?

ক. দয়া

খ. করুণা

গ. জীবন

ঘ. মৃতু্য

সঠিক উত্তর : ক. দয়া

৬। কবি বিদেশে কোন নগরে অবস্থান করেছেন?

ক. ভার্সাইতে

খ. চীনে

গ. ইতালিতে

ঘ. জাপানে

সঠিক উত্তর : ক. ভার্সাইতে

৭। কবিকে কে ক্ষমা করে দেবেন?

ক. পিতা

খ. কলকাতা

গ. মা

ঘ. দেশমাতৃকা

সঠিক উত্তর : ঘ. দেশমাতৃকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<60513 and publish = 1 order by id desc limit 3' at line 1