শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
অজানা সম্মুখে ধায়

আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

ঐকতান

রবীন্দ্রনাথ ঠাকুর

৩০. ভানুসিংহ কার ছদ্মনাম?

ক. কাজী নজরুলের

খ. জসীমউদদীনের

গ. সুকান্তের

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের

সঠিক উত্তর : ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের

৩১. 'মূক' শব্দের অর্থ কী?

ক. মূর্খ

খ. নির্বাক

গ. মানুষ

ঘ. দুর্বল

সঠিক উত্তর : খ. নির্বাক

৩২. শেষের কবিতা কার রচনা?

ক. প্রমথ চৌধুরী

খ. মীর মোশাররফ হোসেন

গ. মাইকেল মধুসূদন

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর : ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৩৩. কলকোলাহক কিসের?

ক. বেদনার

খ. আনন্দের

গ. ভুলের

ঘ. সুখের

সঠিক উত্তর : ক. বেদনার

৩৪. কী সম্মুখে ধায়?

ক. জীবন

খ. অজানা

গ. সমুদ্র

ঘ. নদী

সঠিক উত্তর : খ. অজানা

৩৫. আলোছায়া ক্ষণে ক্ষণে কী দিয়ে যায়?

ক. আলোর পর্যায়

খ. স্পর্শের পর্যায়

গ. ছায়ার পর্যায়

ঘ. অস্পর্শের পর্যায়

সঠিক উত্তর : খ. স্পর্শের পর্যায়

৩৬. কোথায় কেবলি প্রকাশ ও প্রকাশের বাধা?

ক. উত্তরে

খ. দক্ষিণে

গ. পূর্বে

ঘ. পশ্চিমে

সঠিক উত্তর : খ. দক্ষিণে

৩৭. মহাকালের রং কী?

ক. কালো

খ. কালো আর সাদা

গ. সাদা ও নীল

ঘ. ধূসর

সঠিক উত্তর : খ. কালো আর সাদা

৩৮. কবি কী যত পারেন পূরণ করে নেন?

ক. প্রকৃতির দান

খ. নিসর্গের সৌন্দর্য

গ. বিচিত্র কর্মভার

ঘ. ভিক্ষালব্ধ ধন

সঠিক উত্তর : ঘ. ভিক্ষালব্ধ ধন

৩৯. 'জ্ঞানের দীনতা কোথায়?

ক. নয়নে

খ. কবিতায়

গ. মনে

ঘ. জীবনে

সঠিক উত্তর : গ. মনে

৪০. 'কৌতূকী' বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. কৌতুক করে যে

খ. প্রেরনাদায়ী

গ. একটি মেয়ে

ঘ. জীবনসঙ্গিনী

সঠিক উত্তর: খ. প্রেরনাদায়ী

৪১. 'অনিমেষ' শব্দের অর্থ হলো-

ক. বরাবর

খ. অবিরাম

গ. অপলক

ঘ. অস্থির

সঠিক উত্তর: গ. অপলক

আহ্বান

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৮৯২

খ) ১৮৯৪

গ) ১৮৯৬

ঘ) ১৮৯৮

সঠিক উত্তর: খ) ১৮৯৪

২.'আহ্বান' গল্পে লেখকের সহপাঠী কে ছিলেন?

ক) আবদুল

খ) আবেদালি

খ) শুকুর মিঞা

ঘ) নসর

(আবেদালি ছাড়া সবাই লেখকের সহপাঠী ছিলেন।

সঠিক উত্তর : ক, গ, ঘ

৩. ' আমার তো তিনার নাম করতে নেই।' কারণ-

ক) স্বামীর নাম মুখে আনা নিষেধ

খ) এটি ধর্মীয় বিধিনিষেধ মাত্র

গ) স্বামীর প্রতি গভীর ভালোবাসা

ঘ) এটি সামাজিক কুসংকার

সঠিক উত্তর : ক) স্বামীর নাম মুখে আনা নিষেধ

৪. পরগনা জেলার মুরারিপুর গ্রামে কে জন্মগ্রহণ করেন?

ক) মানিক বন্দ্যোপাধ্যায়

খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর : গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশা কী ছিল?

ক) সাংবাদিকতা

খ) ওকালতি

গ) শিক্ষকতা

ঘ) ব্যবসা

সঠিক উত্তর: গ) শিক্ষকতা

৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্য কেমন?

ক) চিত্রময়

খ) কাব্যময়

গ) ছন্দময়

ঘ) পৌরাণিক নির্ভর

সঠিক উত্তর : ক) চিত্রময়

৭. অনেকদিন থেকে কার দোষে ঘরবাড়ি নেই?

ক) চক্কোত্তি মশায়ের

খ) জমির করাতির

গ) গোপালের

ঘ) শুকুর মিয়ার

সঠিক উত্তর: গ) গোপালের

৮. গোপালের বাবর পুরাতন বন্ধুর নাম কী?

ক) চক্কোত্তি মশায়

খ) জমির করাতির

গ) শুকুর মিয়া

ঘ) কৈলাশ

সঠিক উত্তর : গ) শুকুর মিয়া

৯. বুড়িকে দেখে কে দাঁড়িয়ে গেল?

ক) চক্কোত্তি মশায়

খ) হাজেরা

গ) গোপাল

ঘ) দিগম্বরী

সঠিক উত্তর: গ) গোপাল

১০. বাল্যকালে মা-পিসিমা মারা যাওয়ার পরে গোপাল কী পায়নি?

ক) মিষ্টি আম

খ) ভালো খাবার

গ) ঘনিষ্ঠ আদরের সম্বোধন

ঘ) থাকার জায়গা

সঠিক উত্তর: গ) ঘনিষ্ঠ আদরের সম্বোধন

১১. খেজুর পাতার চাটাই বুড়ি কার জন্য বুনে রেখে দিয়েছিল?

ক) নাত জামাই

খ) গোপাল

গ) চক্কোত্তি মশায়

ঘ) হাজেরা

সঠিক উত্তর : খ) গোপাল

১২. বুড়ি কাকে কাফনের কাপড় কিনে দিতে বলেছে?

ক) গোপালকে

খ) নাত জামাইকে

গ) চক্কোত্তি মশায়কে

ঘ) হাজেরাকে

সঠিক উত্তর: ক) গোপালকে

১৩. বুড়ি কাকে চিনতে পারেনি?

ক) হাজেরাকে

খ) দিগম্বরীকে

গ) নাত জামাইকে

ঘ) গোপালকে

সঠিক উত্তর: ঘ) গোপালকে

১৪. বুড়িকে দুটো না দিয়ে কে খায় না?

ক) গোপাল

খ) দিগম্বরী

গ) চক্কোত্তি মশায়

ঘ) হাজেরা

সঠিক উত্তর: ঘ) হাজেরা

১৫. আহ্বান গল্পটি কোথা থেকে সংকলিত হয়েছে-

ক) মেঘমলস্নর

খ) মৌরিফুল

গ) যাত্রাবদল

ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি

সঠিক উত্তর : ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<87651 and publish = 1 order by id desc limit 3' at line 1