শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যাদুর্গত ও দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ

স্বদেশ ডেস্ক
  ০৭ জুলাই ২০২০, ০০:০০
ফরিদপুরের চরভদ্রাসনে বানভাসিদের সহায়তা দেন ইউএনও জেসমিন সুলতানা -যাযাদি

দেশের ছয় জেলায় বন্যাদুর্গত ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর :

চরভদ্রাসন (ফরিদপুর) : ফরিদপুরের চরভদ্রাসনে চর ঝাউকান্দা ইউনিয়নের দুর্গম চরে খাদ্যসামগ্রী পেল বন্যাকবলিত ২৭৫ পরিবার। সোমবার দুপুর ১২টার দিকে ঐ ইউনিয়নের চরকালিকাপুর গ্রামে পানিতে নিমজ্জিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক ও ইউপি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মৃধা।

কালিয়াকৈর (গাজীপুর) :গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনাভাইরাসের কারণে যেসব কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্যকষ্টে সম্মুখীন হয়েছে সোমবার তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। ত্রাণসামগ্রী বিতরণকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন রুমেল, কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ সানোয়ারজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাম্মেদ রেজা আল মামুন, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ অফিসার ইনচার্জের আয়োজনে সোমবার থানা চত্বরে ১০ কেজি করে চাল ও একটি মিষ্টিকুমড়াসহ ২২৫ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল কুদরত-ই-খোদা শুভ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবির, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, ইন্সপেক্টর তদন্ত ছানোয়ার হোসেন, ইন্সপেক্টর অপারেশন হরিদাস মন্ডল।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় বাবুর্চিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিলস্নুল হাকিম এমপির জ্যেষ্ঠপুত্র জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল। রোববার বিকাল ৪টায় মৈশালা দারুল উলুম মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পাংশার সবল বাবুর্চিদের এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার উদ্যোগে সোমবার দুপুরে প্রধান মন্ত্রীর উপহার ১শ শিশুকে খাদ্য বিতরণ করা হয়েছে। পৌরমেয়র সৈয়দ রফিকুল ইসলাম নিজ হাতে ১শ শিশুর পরিবারের মাঝে এই শিশু খাদ্য বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান সুজন, প্রধান প্রকৌশলী ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) মদন মোহন দাস, কাউন্সিলর নাজিম উদ্দিন, এস এম আলী আহাম্মদ, দিলুয়ারা আক্তার, শিউলি চৌধুরী, জেসমিন আক্তার, সাইফুল ইসলাম রিপন, গৌরীপুর প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক শামীম খান প্রমুখ।

মাদারগঞ্জ (জামালপুর) : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামের নদী ভাঙন এলাকার ১৭২ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৫ কেজি করে চল বিতরণ করা হয়েছে। রোববার সকালে চরপাকেরদহ ইউনিয়ন পরিষ চত্বরে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্‌জুরুল করিম, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105054 and publish = 1 order by id desc limit 3' at line 1