শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়কে মৃতু্যর মিছিলে ১১ প্রাণ

নতুনধারা
  ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক

আট জেলায় গত ২ দিনে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। ঝালকাঠির রাজাপুরে এক, জামালপুরের বকশীগঞ্জে এক, চট্টগ্রামের মিরসরাইয়ে দুই, টাঙ্গাইলে এক, মুন্সীগঞ্জে দুই, বগুড়ায় দুই ও খুলনার ডুমুরিয়ায় একজন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

রাজাপুর (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল রাজ্জাক (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঝালকাঠি-ভান্ডরিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার মিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাজ্জাক পার্শ্ববর্তী ভান্ডরিয়া উপজেলা সদরের সরদার বাড়ির মৃত আব্দুল গনি সরদারের পুত্র।

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে ট্রাকের ধাক্কায় শফিকুল এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত শফিকুল বগারচর ইউনিয়নের রামরামপুর গ্রামের আয়েল উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকাল ৮টার দিকে একই ইউনিয়নের গোপালপুর গ্রামে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে হিউম্যান হলাররের সাথে কার্ভাড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামের শফিউল আলমের পুত্র মোশাররফ হোসেন মিলন (২৫) এবং একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের পুত্র আলা উদ্দিন (৬০)। এ ঘটনায় আহতরা হলেন, শ্যামল শর্মা, অজিত দাশ, সত্যজিৎ, পঙ্কজ নাথ, জীবন ও রনজিৎ ভৌমিক। নিহত মোশাররফ হোসেন মিলন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

মির্জাপুর (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় ট্রাক উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার হাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাহাত হোসেন। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা সদরের পশ্চিম রোড এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া এলাকায় মঙ্গলবার বিকেল ৩ টার দিকে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন ১৭ জন আহত হয়েছে।

বগুড়া : মঙ্গলবার রাতে বগুড়া-নাটোর সড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতরা হলেন- নন্দীগ্রাম কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসর শিক্ষক তাফাজ্জল বারী বুলবুল(৪২) ও নুরুল ইসলাম (৪৫)। দু'জনই সিএনজি চালিত অটোরিকশায় যাচ্ছিলেন। মোলস্নাহাট (বাগেরহাট) : মোলস্নাহাটে ৮ম শ্রেণির ৩ শিক্ষার্থী আরোহিত মোটরসাইকেল ও বালুভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। উপজেলার প্রাণকেন্দ্র মোলস্নাহাট পানবাজারের নিকট হাইস্কুল রোডে বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মাদ সরদার, সে উদয়পুর দৈবকান্দি এলাকার জাকির সরদারের ছেলে।

ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে বাসের ধাক্কায় ইমরান হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<66314 and publish = 1 order by id desc limit 3' at line 1