শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

দোয়া মাহফিল

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলা উপজেলার বয়ড়া কারিগরি স্কুল মাঠে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকালে মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী, জেলা পরিষদের সদস্য আবু মোহাম্মদ জিয়াউল করিম শ্যাম্পো।

পুষ্টি কর্মশালা

বাগেরহাট সদর সংবাদদাতা

বাগেরহাটে জেলাপর্যায়ে পুষ্টিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গুরু প্রসাদ ঘোষ।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাদুকা উৎসব

এনায়েতপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের এনায়েতপুরের চাঁদপুর ইউনিয়নের খামারগ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চত্বরে ব্রহ্মযুক্ত দিব্য পুরুষ ত্রিকালদশী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৭তম পাদুকা উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন মজুমদার।

পরিচ্ছন্নতা শহর

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা

মোলস্নাহাট (বাগেরহাট) সংবাদদাতা

মোলস্নাহাটে 'পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০' এবং বিধিমালা, ২০১৩ প্রয়োগ ও বাস্তবায়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোলস্নাহাট উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর খুলনার (মোংলা) আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, খুলনা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক রাধেশ্যাম নাথ, ও মুখ্য পরিদর্শক (মংলা) সরজিত সরকার, উপজেলা আ'লীগ সভাপতি কালিপদ বিশ্বাস।

কৃষিমেলা

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর ডোমারে তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।

ইউএনও শাহিনা শবনমের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ।

সহায়তা প্রদান

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ এবং নগদ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের এক হাজার কৃষককে মোট ৫ লক্ষ টাকাসহ ২২ হাজার ৫২ কেজি বীজ ও ১৪ হাজার ৮ কেজি ডিএপি সার এবং ১০ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. নাছরুল মিলস্নাত।

অর্থ জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট শহরের বনলতা কনফেকশনারি ও মৌবন কনফেকশনারি এবং তিনটি প্রসাধনীর দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার ও বিএসটিআইর পরিদর্শক কাওছার আলীর নেতৃত্বে এসব দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওজনে কম দেয়া, মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে না লেখা, খোলা খাবারে মূল্য না লেখাসহ বিভিন্ন অনিয়মে তাদের ১৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

প্রতিযোগিতা

জয়পুরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট পৌরসভার আয়োজনে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌরসভা চত্বরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু।

আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন নির্মূলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় আত্রাই থানার আয়োজনে উপজেলার বান্ধাইখাড়া ডিগ্রি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বান্ধাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসি মো. মোসলেম উদ্দিন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় মাদারীপুর এলজিইডির আয়োজনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর অঞ্চলের এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মো. মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, সদর উপজেলা প্রকৌশলী হরসিৎ কুমার সাহা, আ'লীগ নেতা সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, ডা. গোলাম সরোয়ার প্রমুখ।

ঋণ বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার আশাশুনিতে পারিবারিক হাঁস-মুরগি পালনের উপর ৭ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা ইবতেদায়ী মাদ্রাসায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক। অনুষ্ঠানে যুব উন্নয়ন অফিসের সিএস কাজী সুবির হাসান, আহমেদ তাহমিদ হোসেন, ক্যাশিয়ার মিল্টন দাশ, মখজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন

বাগেরহাট সদর সংবাদদাতা

বাগেরহাটে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমীক আঞ্চলিক ঐক্য পরিষদ। মঙ্গলবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে খুলনা-বরিশাল মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন পালন করা হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন আন্তজেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, জেলা শ্রমীক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু প্রমুখ।

কৃষক নির্বাচন

বিরল (দিনাজপুর) সংবাদদাতা

বিরলে সরকারিভাবে অভ্যন্তরীণ চলতি আমন ধান সংগ্রহে ইউনিয়ন ওয়ারী বিভাজনকৃত সরবরাহকারী কৃষক নির্বাচনে লটারী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষক নির্বাচন করা হয়। অনুষ্ঠানে ইউএনও জিনাত রহমান, মেয়র সবুজার সিদ্দিক সাগর, খাদ্য নিয়ন্ত্রক হামানুর রহমান সরকার, কৃষিবিদ মাহবুবার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সার বিতরণ

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা

দিরাইয়ে দেড় শতাধিক দরিদ্র কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা গণমিলনায়তন হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সমাজসেবামূলক সংগঠন দিরাই থানা পাবলিক গ্রম্নপের উদ্যোগে এ সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। গ্রম্নপের অর্থ সম্পাদক হাফেজ সাব্বির আহমদ সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী প্রমুখ।

উন্মুক্ত বাছাই

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

খুলনার পাইকগাছা পৌরসভার উদ্যোগে পৌর চত্বরে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী উন্মুক্ত বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার সকালে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে আনুষ্ঠানিক বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্যানেল মেয়র এস.এম. ইমদাদুল হক, কাউন্সিলর গাজী আব্দুস সালাম প্রমুখ।

বোদায় আটক ১

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের বোদায় ১৭ বোতল বাংলা মদসহ কাদের (১৭) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন সাকোয়া মাদরাসার পার্শ্বে তাকে স্কুল ব্যাগসহ ১৭ বোতল বাংলা মদসহ আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। আটককৃত কিশোরের বাড়ি নগর সাকোয়া গ্রামে। সে ঐ গ্রামের তামকু আলমের পুত্র।

প্রশিক্ষণ কর্মশালা

লামা (বান্দরবান) সংবাদদাতা

বান্দরবানে লামা উপজেলায় 'বিদ্যালয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও নিরাপত্তা' শীর্ষকবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও নূর-এ-জান্নাত রুমি সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মিল্কী রাণী দাশ, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা।

আলোচনা সভা

মুরাদনগর (কুমিলস্না) সংবাদদাতা

কুমিলস্নার মুরাদনগরে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চবিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, মহিলাবিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার।

ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এবং উপজেলার আড়িয়ল বাজারের পাশ থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মো. কাউছার মিয়া (২৬), একই উপজেলার উথারিয়াপাড়ার মো. উজ্জ্বল মিয়া (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলা গ্রামের মো. আহাদ মিয়া (৪০)।

অভিভাবক সমাবেশ

এনায়েতপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ঐতিহ্যবাহী বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে (কলেজ শাখা) শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলহাজ হাফিজুর রহমান, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য আবদুল হক, অশোক মালাকার, রোকনুজ্জামান, প্রভাষক আরিফুল ইসলাম।

পরিকল্পনা সভা

তিতাস (কুমিলস্না) সংবাদদাতা

কুমিলস্নার তিতাসে সোমবার হাম-রুবেলার টিকাদান কর্মসূচির ওপর ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোসা. রাশেদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম ও উপজেলা মেডিকেল অফিসার ডা. এমদাদুল হক শুভ।

সমাপনী প্রশিক্ষণ

খানসামা (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের খানসামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিজ্ঞান বিষয়ক ছয় দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষাণার্থী ৩০ জন শিক্ষককে সনদপত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন প্রমুখ।

গ্রেপ্তার ২

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়িয়া থানা পুলিশ দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ১০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। এছাড়াও রোববার রাতে আরও এক মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দেলোয়ার এবং মাদক ব্যবসায়ী রফিকুলের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। সোমবার পুলিশ তাদের কোর্ট হাজতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না।

মতবিনিময় সভা

বরিশাল অফিস

বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। সোমবার সকালে নগরের সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এ মতবিনিময় সভার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ।

চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ২২ হাজার টাকার বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন প্রমুখ।

মেলা উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে ৩ দিনব্যাপী 'জাতীয় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি' মেলার উদ্বোধন করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাবে রোববার বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা এমপি রাবেয়া আলীম।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল।

প্রতিরোধে সেমিনার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯-এর কার্যক্রম শক্তিশালীকরণের তাগিদ দেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুখশানা মমতাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম মো. আহসান হাবীব প্রমুখ।

বই বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে সোমবার দুপুরে ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন মনোনীত প্রতিষ্ঠানে বই বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক নিভা রানী পাঠক, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ পারভীন প্রমুখ।

বার্ষিক ক্রীড়া

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে বজলুর রহমান মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামে প্রতিষ্ঠিত স্কুল মাঠে ইউপি সদস্য আব্দুস ছাত্তার আকন্দের সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম আকন্দের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মো. কামরুজ্জামান নজরুল। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীর, চরমান্দালিযা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহমুদুল হাসান, এমদাদুল হক এমাদ, গোলাম মস্তুফা।

পাদুকা উৎসব

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার দুর্গাপুরে সাধুপাড়াস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে মঙ্গলবার প্রতি বছরের ন্যায় লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে মন্দির কমিটির সভাপতি বাবু প্রভাত চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন কমিটি আহবায়ক অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা, কাউন্সিলর নুরুল আকরাম খান, প্রদীপ দাস, বানী চক্রবর্তী, কমলেশ চক্রবর্তী ও জীবেশ সোম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<90086 and publish = 1 order by id desc limit 3' at line 1