শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​১৬ দিনে টিকা নিলেন সাড়ে ২৮ লাখ মানুষ

যাযাদি ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ১৬তম দিনে ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৩০ হাজার ৩৫১ জন। গত কয়েকদিন টিকা গ্রহণকারীর সংখ্যা ধীরে ধীরে কমছে।

গতকালের তুলনায় আজ ৫৪৬ জন টিকা কম গ্রহণ করেছেন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। নারীদের টিকা নেয়ার সংখ্যা কম। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন এবং নারী ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন।

গত ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে