শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

'হামলার জন্য বাহিনী গোছানোর কাজ প্রায় শেষ করেছে রাশিয়া'

ম যাযাদি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২২, ০০:০০

ইউক্রেন সীমান্তের কাছে বাহিনী গোছানোর কাজ প্রায় পুরোটাই সম্পন্ন করেছে রাশিয়া। কিয়েভের বিরুদ্ধে হামলার জন্য এ বাহিনী ব্যবহার করতে পারে দেশটি। ইউক্রেনের এক গোয়েন্দা পর্যালোচনায় উঠে এসেছে এমন তথ্য। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, মস্কো যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে এ ঘটনা তার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ গোয়েন্দা পর্যালোচনার বরাত দিয়ে সিএনএন-এর খবরে বলা হয়েছে, এই অঞ্চলে বর্তমানে লক্ষাধিক সেনা মোতায়েন রেখেছে মস্কো। এর মধ্যে সেনাসদস্যের সংখ্যা এক লাখ ছয় হাজারেরও বেশি। নৌ ও বিমান বাহিনীর সদস্যদের মিলিয়ে এ সংখ্যা এক লাখ ২৭ হাজারেরও বেশি।

ওই গোয়েন্দা পর্যালোচনায় বিদ্যমান পরিস্থিতিকে 'কঠিন' হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেন বিশ্বাস করে রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোকে বিভক্ত ও দুর্বল করার চেষ্টা করছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার গৃহীত পদক্ষেপের লক্ষ্য হচ্ছে, ইউরোপের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্ষমতা সীমিত করে ফেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে