শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
নারী-শিশুসহ নিহত ৩১

আবারও ঘনাচ্ছে যুদ্ধের মেঘ গাজায় হামলা চলছেই

ইসরাইলের বিমান হামলা চলবে এক সপ্তাহ
যাযাদি ডেস্ক
  ০৮ আগস্ট ২০২২, ০০:০০
রোববার গাজায় বিমান হামলার পর ধোঁয়ার কুন্ডলী

মধ্যপ্রাচ্যে আরও কালো হচ্ছে যুদ্ধের মেঘ। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। তৃতীয় দিনের মতো রোববারও অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় শিশু ও চার নারী রয়েছে। তিন দিনের হামলায় আহত হয়েছে ২৬৫ জন। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও থমথমে পরিস্থিতি দেখা গেছে। সংবাদসূত্র : আল-জাজিরা, বিবিসি

গত সোমবার পশ্চিম তীরে ইসলামিক জিহাদ গ্রম্নপের (পিআইজে) এক নেতাকে গ্রেপ্তারের পর ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে ইসরাইল গাজার আশপাশের সড়কগুলো বন্ধ করে দেয়। সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। শুক্রবার গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এই হামলা এক সপ্তাহ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। ইসরাইলি এক কর্মকর্তা বলছেন, শুক্রবার থেকে ফিলিস্তিন চার শতাধিক রকেট ও মর্টার নিক্ষেপ করেছে। ইসরাইল বলেছে, পিআইজের 'তাৎক্ষণিক হুমকির' কারণে তারা তাদের এই অভিযান শুরু করেছে।

এই সংঘর্ষ থেকে আপাতত নিজেদের দূরে রেখেছে ফিলিস্তিনের সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠী হামাস। ফলে সংঘর্ষের তীব্রতা নিয়ন্ত্রণে রয়েছে। হামাস এই সংঘর্ষে যোগ দিলে মৃতু্যর মিছিল আরও লম্বা হবে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের বিরুদ্ধে তাদের 'পূর্ব পরিকল্পিত' অভিযান এক সপ্তাহ স্থায়ী হতে পারে। তাদের এই অভিযানে গাজার অ্যাপার্টমেন্ট ভবনগুলো ধ্বংস হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে 'অবিলম্বে সাহায্যের হাত বাড়ানোর' আহ্বান জানিয়েছে। কারণ হাসপাতালগুলোতে জ্বালানি সংকটের কারণে জেনারেটর চালানো যাচ্ছে না।

স্বাস্থ্য দপ্তরের পরিচালক মেধাত আব্বাস বলেন, 'বিদু্যৎ এখন দিনে চার ঘণ্টা থাকে। এর মানে হলো- আমাদের জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে এবং প্রতি মাসে পাঁচ লাখ লিটার তেল খরচ করতে হবে। আমাদের কাছে এখন এই জ্বালানি নেই।'

এদিকে, শনিবার দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় পিআইজের জ্যেষ্ঠ নেতা খালেদ মনসুর নিহত হয়েছেন। এর আগে তাকে পাঁচবার হত্যার প্রচেষ্টা চালানো হলেও বেঁচে যান। তিনি জঙ্গি সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত বলে দাবি ইসরাইলের। আগের দিন শুক্রবার পিআইজের আরেক শীর্ষ কমান্ডার তাইসির জাবারির বিমান হামলায় নিহত হন। শুক্রবার থেকে ইসরাইলি বাহিনী যেসব হামলা চালিয়ে আসছে, তার মধ্যে জাবালিয়া এলাকার হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। তিনি বলেন, 'শনিবার সরাসরি বেসামরিক মানুষ ও তাদের বাড়িঘর লক্ষ্য করে হামলা করেছে ইসরাইল।'

উলেস্নখ্য, ২০২১ সালের মে মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদি ও মুসলমান সম্প্রদায়ের অনুগামীদের মধ্যে সংঘাত শুরু হয়। তারপর তা ক্রমে ভয়াবহ আকার নেয়। রমজানের নামাজ পড়তে জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হয়েছিলেন হাজার হাজার মুসলমান। সেখান থেকেই সংঘাতের সূত্রপাত। তারপর প্রায় ১১ দিন ধরে হামাস ও ইজরাইলি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয়। ওই সংঘর্ষে ২৫৬ জন ফিলিস্তিনি নিহত হন। এর আগে আরও তিনবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে