শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওহিওতে চারজনকে গুলি করে হত্যা বন্দুকধারীর

যাযাদি ডেস্ক
  ০৮ আগস্ট ২০২২, ০০:০০

যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে চারজনকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। শুক্রবার ওহাইও অঙ্গরাজ্যের বাটলার টাউনশিপের একাধিক স্থানে মোট চারজনকে গুলি করে

হত্যার ঘটনা ঘটে।

প্রথমে পলাতক থাকলেও পরে চারজনকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত। এফবিআই জানিয়েছে, স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে কানসাসের লরেন্স থেকে অভিযুক্ত স্টিফেন মার্লোকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ওহিওর বাটলার জনপদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মোট চারজনকে গুলি করে হত্যা করেন স্টিফেন। তারপর একটি সাদা 'ফোর্ড এজ' গাড়িতেই

তিনি ওহিও ছাড়েন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার কিছু পরে বাটলারের একটি জায়গা থেকে গুলি চলার আওয়াজ পাওয়া যায়। তারপরই পুলিশের কাছে পরপর চারজনের গুলিবিদ্ধ হয়ে মৃতু্যর খবর আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, হলুদ রঙের টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত ওই ব্যক্তি একটি ফোর্ড এজ গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। প্রথম ঘটনায় গুলি লেগে দুইজনের মৃতু্য হয়। তারপর তিনি গাড়ি নিয়ে অন্যত্র চলে যান। সেখানেও একই ভাবে একজনকে হত্যা করেন। তৃতীয় জায়গায় গিয়েও একজনকে হত্যা করেন স্টিফেন। এরপর চম্পট দেন। পুলিশ জানতে পারে, স্টিফেন ওহিও ছেড়ে অন্যত্র চলে গেছেন। খবর দেওয়া হয় আশপাশের প্রদেশের পুলিশকে। শেষ পর্যন্ত কানসাস থেকে গ্রেপ্তার করা হয় স্টিফেনকে। কেন তিনি এই কান্ড ঘটালেন, তা এখনো স্পষ্ট নয়। সংবাদসূত্র : সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে