শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মনোক্ষুণ্ন পপ গায়িকা টেইলর সুইফট

বিনোদন ডেস্ক
  ১৮ নভেম্বর ২০২০, ০০:০০
টেইলর সুইফট

বিশ্ব সংগীতে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছেন তরুণী কণ্ঠশিল্পী টেইলর সুইফট। এরইমধ্যে তার অসংখ্য গান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বিশ্বজুড়ে। যখনই কোনো নতুন গান প্রকাশ করেন, তখনই হুলস্থুল পড়ে যায় ভক্তদের মাঝে। স্টেজ শো'র ক্ষেত্রেও একই অবস্থা। স্টেজে ওঠামাত্র দর্শক-শ্রোতাদের মাঝে অন্যরকম এক উন্মাদনা বিরাজ করে তাকে ঘিরে। যদিও করোনার কারণে বেশ কয়েকমাস স্টেজ শো থেকে বিরত রয়েছেন এ তারকা। এ নিয়ে অবশ্য তার মাঝে তেমন কোনো আফসোস নেই। তার আফসোস অন্য এক ঝামেলা নিয়ে। ১৬ নভেম্বর টেইলর সুইফট, একটি চমকে দেয়ার মতো খবর জানালেন। বললেন, তার ছয়টি অ্যালবামের স্বত্ব এক ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে অনুমতি ছাড়াই। বিগ মেশিন রেকর্ড এর সঙ্গে টেইলর সুইফট চুক্তিবদ্ধ হয়েছিলে যা তিনি ছেড়ে দেন ২০১৮ সালে। ২০১৯ সালে মালিকানা নেন স্কুটার ব্রাউন। তখন থেকে টেইলর সুইফট ও ব্রাউনের সম্পর্ক খুব একটা ভালো নেই।

ভ্যারাইটির সূত্রে জানা গেছে, স্কুটার ব্রাউন টেইলর সুইফটের প্রথম ছয়টি অ্যালবামের মাস্টার কপি তার অনুমতি না নিয়েই বিক্রি করে দিয়েছেন। প্রথম অ্যালবাম থেকে ২০১৭ সালের অ্যালবাম রেপুটেশন আছে তার মাঝে। ৩০০ মিলিয়ন ডলারের বিনিময়ে শ্যামরক হোল্ডিংস নামের একটি ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে অ্যালবামগুলো বিক্রি করা হয়েছে।

বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন টেইলর সুইফট। লিখেছেন, 'এর চেয়ে এমন চুক্তিতে সই করা ভালো ছিল, যেটায় চিরতরে চুপ হয়ে যেতে পারতাম, নিজের কাজ নিলামে তোলার সুযোগ পেলাম না।'

সুইফট জানিয়েছেন, তিনি শ্যামরক হোল্ডিংস এর তরফ থেকে একটি চিঠি পেয়েছেন যেখানে উলেস্নখ করা হয়েছে তার গান, ভিডিও এবং অ্যালবাম আর্টের স্বত্বাধিকারী এখন তারা। ভক্তদের তিনি জানিয়েছেন, এগুলো বিক্রি করার আগে ব্রাউন একবারও যোগাযোগ করেননি তার সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে