করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন শনাক্তের হার প্রতিদিনই বাড়ছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে দৈনিক শনাক্ত রোগীর হার ডেল্টার চূড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজারের কম নমুনা পরীক্ষা করে ১০ হাজার ৯০৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃতু্য হয়েছে আরও ১৪ জনের।
এ পরিসংখ্যান অনুযায়ী নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ৩১ দশমিক ২৯ শতাংশ, যা গত ২২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল সর্বশেষ গত বছরের ২২ জুলাই, সেদিন প্রতি ১০০টি নমুনা পরীক্ষায় ৩২ দশমিক ১৮টিতে কোভিড পজিটিভ আসে।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ২২৩ জনের মৃতু্য হয়েছে করোনাভাইরাসে। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৭৮২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন সুস্থ হয়ে উঠলেন।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd