শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনামসজিদ ও রহনপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ -নেপালের রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র -যাযাদি

বাংলাদেশের সঙ্গে নেপালের বাণিজ্য ও মানুষের যাতায়াত আরও বাড়াতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র।

সোমবার বন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। দুই দিনের সফরে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে ডা. বানশিধর মিশ্র সকালে সোনামসজিদ স্থলবন্দর ও বিকালে রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন পরিদর্শন করেন এবং বন্দরের সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেন। ভারতের মহদিপুর ও সিংগাবাদ বন্দরও ঘুরে দেখেন নেপালের রাষ্ট্রদূত।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বীসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে