বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

'ঘুষ, দুর্নীতি আর অনিয়ম করলে ভোট পাওয়া যায় না'

সাতক্ষীরা প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
'ঘুষ, দুর্নীতি আর অনিয়ম করলে ভোট পাওয়া যায় না'

সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম'র নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা বলেন, 'ষড়যন্ত্র আর হুমকি-ধামকি দিয়ে ভোটার আটকে রাখার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ৭ জানুয়ারি ভোটের মাঠে উলেস্নখযোগ্য ভোটার উপস্থিতি না হলে আপনারাই বিপদে পড়বেন।'

বুধবার শ্যামনগর উপজেলা বাসস্টান্ডে নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।

গোলাম রেজা বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। আর সেখানে নৌকার প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা জনসভা করে ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে। ভোট সেন্টারে গেলে সবার সামনে টেবিলের ওপর নৌকা মার্কায় ভোট দিতে হবে। তারা এভাবে প্রকাশ্যে বক্তব্য দিয়ে নির্বাচন আচারণবিধি লঙ্ঘন করছে।'

তিনি বলেণ, 'নৌঙ্গর প্রতীকের জনস্রোত দেখে নৌকার প্রার্থীর পায়ের তলে মাটি সরে যাচ্ছে। দুর্নীতি-অনিয়ম আর লুটপাট করে টাকার পাহাড় গড়লে, জনগণের হক নষ্ট করলে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। আগামী ৭ তারিখে জনগণ ঠিক করে রেখেছে জয় ইনশালস্নাহ নোঙ্গর মার্কার জয় হবে।'

এ সময় তিনি জনতার উদ্দেশে বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ভয় পাওয়ার কারণ নেই। নৌকার প্রার্থী ও সমর্থকদের ভয়ভীতিতে কোনো কাজ হবে না। ২০০৮ সালে জনগণের ভোটে নির্বাচিত এমপি ছিলাম। আমার হাত দিয়ে কোনো দুর্নীতি হয়নি। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাটসহ অসংখ্য উন্নয়ন হয়েছে।'

নোঙর মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান নির্বাহী হাফেজ আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনএম'র কালিগঞ্জ বিঞ্চুপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব্দুল কাদের, আটুলিয়া ইউনিয়ন বিএনএম'র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবুল বাসার, কৈখালীর আবু ইসহাক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে