বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দাউদকান্দির বারপাড়া ইউপি চেয়ারম্যান মানিককে অর্থদন্ড

দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
দাউদকান্দির বারপাড়া ইউপি চেয়ারম্যান মানিককে অর্থদন্ড

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিককে অর্থদন্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড মো. জিয়াউর রহমান এ জরিমানা করে নগদ ২০ হাজার টাকা আদায় করেন।

বৃহস্পতিবার ইউপি কার্যালয়ে টিসিবির উপকার ভোগীদের টিসিবি পণ্য বিতরণ অনুষ্ঠানে নৌকা প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ওই ইউপি কার্যালয়ে যান নির্বাচনকালীন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

তিনি জানান, 'আজ (বুধবার) দুপুর ২টায় উপজেলার বারপাড়া ইউনিয়নে আচরণ বিধিমালা প্রতিপালনার্থে অভিযান পরিচালনার সময় নির্বাচনী আচরণ ভঙ্গ করে সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী প্রচার চালানোর ও নৌকা প্রতীকে ভোট চাওয়ার অপরাধে কুমিলস্না-১ আসনের নৌকা প্রতীকের পক্ষে ইউপি চেয়ারম্যান মানিককে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে