বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
সালথায় ১০ দোকান ভস্মীভূত

টঙ্গীতে আগুনে পুড়ল নিত্যপণ্যের ১২টি গুদাম

গাজীপুর প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
টঙ্গীতে আগুনে পুড়ল নিত্যপণ্যের ১২টি গুদাম

গাজীপুরের টঙ্গীতে আগুনে অন্তত ১২টি গুদাম পুড়ে গেছে। এসব গুদামে চাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুদ রেখে পাইকারি বিক্রি হতো।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে কয়েকটি গুদামে আগুন লাগে। মেসার্স সবুজ এ্যান্ড ব্রাদার্সের মালিক সবুজ মাতব্বর জানান, আড়ত বন্ধ করে বাসায় পৌঁছে লেবারদের কাছে জানতে পারেন পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসে দেখেন দোকানের সামনের অংশ ও ভেতরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রূপসী বাংলা চালের আড়তের মালিক ফারুক হোসেন বলেন, আড়তে প্রায় ৫ হাজার বস্তা চাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার জানান, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকানঘর পুড়ে গেছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস ইউনিট দ্রম্নত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মাঝারদিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ইউএনও আনিছুর রহমান বালী অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে