শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষিশ্রমিক পরিবহণ সমন্বয় করবে জেলা প্রশাসন

যাযাদি রিপোর্ট
  ১৩ এপ্রিল ২০২১, ০০:০০

দেশের সবচেয়ে বড় ফসল বোরোর ভালো ফলনের পর বিভিন্ন অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। এর মধ্যে শুরু হওয়া আটদিনের লকডাউনে (বিধিনিষেধ) ধান কাটতে কৃষিশ্রমিক পরিবহণ সমন্বয় করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার বিধিনিষেধ আরোপ করে জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে এ সময় পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বোরো ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষিশ্রমিক পরিবহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছর ৪৮ লাখ ৮৩ হাজার ৭৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ধান চাষ হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এ বছর মোট আবাদ বেড়েছে প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর ও হাইব্রিডের আবাদ বেড়েছে প্রায় ৩ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে। এবার বোরোতে ২ কোটি ৫ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাওরের বিস্তীর্ণ এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেশের সবচেয়ে বড় ফসল বোরোর ফলন ভালো হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে