শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এখনো ম্যাচ আয়োজনে প্রস্তুত বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
  ০৯ মার্চ ২০২১, ০০:০০

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনে এখনো প্রস্তুত আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসিকে চিঠিতে এমনটাই জানিয়ে দিয়েছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

সোমবার বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা শেষে কাজী নাবিল জানান, '২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে আমাদের যে ম্যাচটি আছে সেটি খেলতে আমরা প্রস্তুত আছি। সেটি আমরা বারবার এএফসিকে জানিয়েছি। তাদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে। তারা (এএফসি) বলেছে আফগানিস্তানের সঙ্গে যদি আমরা একটা সমঝোতা করতে পারি, সে অনুযায়ী তারা ব্যবস্থা নিবে। কিন্তু আফগানিস্তান দু'দিন আগে চিঠি দিয়ে আমাদের জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশে এসে খেলতে পারবে না। তারা আমাদের অনুরোধ করেছে আমরা যেন আরেকটা নিরেপক্ষ ভেনু্যতে ম্যাচটা খেলি।'

বাফুফে সহ সভাপতি আরও জানান, 'এএফসিকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিব। আমরা খেলতে প্রস্তুত ছিলাম। আফগানিস্তান আসবে না। আমরা এখনো খেলাটা হোস্ট করতে প্রস্তুত আছি। এরপর তাদের সিদ্ধান্ত জেনে আমরা এগুব।' যোগ করেন নাবিল।

মার্চে আফগানিস্তানের সঙ্গে ম্যাচটি না হলে পস্ন্যান 'বি' হিসেবে নেপালে গিয়ে টুর্নামেন্ট খেলার চিন্তাভাবনাও করে রেখেছে বাফুফে। এ প্রসঙ্গে নাবিল বলেছেন, 'এর মধ্যে আমাদের পস্নান 'বি' হিসেবে নেপালে টুর্নামেন্ট খেলার চিন্তাভাবনা করে রেখেছি। সম্প্রতি আমরা নেপাল থেকে একটা আমন্ত্রণ পাই। সেখানে গিয়ে একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলার জন্য। আমরা চাই আমাদের জাতীয় দল কোনো না কোনো খেলার মধ্যে থাকুক। যেন আমরা আমাদের টিমকে পরখ করে দেখতে পারি। হয়তো নতুন কিছু ফুটবলার যোগ হবে। তাদেরও যেন ম্যাচ খেলার অভিজ্ঞতা দিতে পারি।'

জাতীয় দলের ক্যাম্প কবে থেকে শুরু হবে জানতে চাইলে নাবিল বলেছেন, '১৩ তারিখে সব খেলোয়াড়কে ডাকা হবে। ওইদিন কোভিড টেস্ট করে ১৪ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে। ফ্লাইট শিডিউল ঠিক হলে ১৮ বা ২০ তারিখে আমরা নেপালে চলে যাব। আমাদের কোচিং স্টাফ যা আছে সেটাই থাকবে। তবে ফিটনেস কোচসহ আরও ক'জনকে যোগ করা হবে।'

ভারতের আই লিগে খেলছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। নেপালের ম্যাচে তিনি থাকবেন কি না বিষয়টি নিশ্চিত করেননি নাবিল। তবে আজই জাতীয় দলের ফুটবলারদের লিস্ট দেওয়া হবে। সেখানেই নিশ্চিত হওয়া যাবে বিষয়টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে