শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেনিসের প্রথম রাউন্ডেই বড় অঘটন

ক্রীড়া ডেস্ক
  ২৬ জুলাই ২০২১, ০০:০০

উইম্বলডনে শিরোপা জিতে অলিম্পিকে আসা অ্যাশলি বার্টির এককে সোনার স্বপ্ন ভাঙল প্রথম রাউন্ডেই। নারী এককের শীর্ষ খেলোয়াড়কে বিদায় করে দিয়েছেন স্পেনের সারা সোরিবেস তোরমো। দুটি গ্র্যান্ড স্স্নাম জয়ী বার্টিকে ৬-৪, ৬-৩ গেমে হারানর্ যাংকিংয়ের ৪৮ নম্বর সোরিবেস তোরমো। তার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়।

আর দ্বিতীয় বাছাই জাপানের নাওমি ওসাকা প্রথম রাউন্ডে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন চিনের সাইসাই ঝেংকে। অলিম্পিক মশাল জ্বালানো ওসাকাই এখন টিকে থাকা খেলোয়াড়দের মধ্যে শীর্ষর্ যাংকিংধারী। স্টর্ম স্যান্ডার্সকে নিয়ে নারীদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে যাওয়ায় অলিম্পিকে সোনার আশা এখনো বেঁচে আছে বার্টির। আর চোটের জন্য পুরুষ একক থেকে সরে দাঁড়িয়েছেন গত দুইবারের সোনা জয়ী অ্যান্ডি মারে। উরুর চোটের জন্য একক ও ডাবলসের যেকোনো একটি বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল মারেকে। ২০১২ ও ২০১৬ আসরে পুরুষ এককে সোনা জয়ী ৩৪ বছর বয়সি এই স্কটিশ তারকা ডাবলসে জো স্যালিসবারিকে নিয়ে এরই মধ্যে পার হয়েছেন প্রথম রাউন্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে