শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিওর অনুমোদন কমেছে ৬০ শতাংশ

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০১ জুলাই ২০২২, ০০:০০

২০২১-২২ অর্থবছরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওর) মাধ্যমে ছয়টি কোম্পানি পুঁজিবাজার থেকে ৬৯৯ কোটি ৩৬ লাখ টাকা উত্তোলন করেছে। এর আগের অর্থবছর ১৬টি প্রতিষ্ঠান আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১ হাজার ৬১০ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৪৫ টাকা সংগ্রহ করেছিল।

সেই হিসেবে বিদায়ী বছরে ৯১১ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৫ টাকা কম উত্তোলনের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা শতাংশের হিসেবে কমেছে প্রায় ৬০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরের ছয়টি কোম্পানিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়। কোম্পানিগুলো হচ্ছে, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, সেনা কল্যাণ ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড, একমি পেস্টিসাইড, ইউনিয়ন ইন্সু্যরেন্স কোম্পানি, ইউনিয়ন ব্যাংক, মেঘনা ইন্সু্যরেন্স কোম্পানি এবং জেএমআই হসপিটাল রিকুইজিট মেনুফ্যাকচারিং লিমিটেড।

ছয় কোম্পানির মধ্যে ৬টি কোম্পানি আইপিওর ফিক্সড প্রাইস পদ্ধতিতে ৬৫৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ২৪০ টাকা সংগ্রহ করেছে। এছাড়াও জেএমআই হসপিটাল প্রিমিয়াম বাবদ ৩৯ কোটি ৭০ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা উত্তোলন করেছে। কোম্পানিগুলোর উত্তোলিত অর্থ কোম্পানির ব্যাংক ঋণ পরিশোধ, জমি ও যন্ত্রপাতি ক্রয় এবং পুঁজিবাজারে বিনিয়োগ করেছে।

এর আগের অর্থবছর ২০২০-২১ বছরের ১৬টি প্রতিষ্ঠান আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে থেকে ১ হাজার ৬১০ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৪৫ টাকা সংগ্রহ করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে