শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে প্রবেশ গেট নির্মাণ কাজের উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৭ জুন ২০২১, ১৮:৫৩

ইতিহাস, ঐতিহ্যের দিক থেকে নেত্রকোনা জেলার দুর্গাপুরের একটি পুরাতন উপজেলা হিসেবে বেশ খ্যাতি রয়েছে। এসব খ্যাতি ধরে রাখার জন্য এ উপজেলার বিভিন্ন ঐতিহ্য সমন্বয়ে একটি প্রবেশ গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার প্রবেশদ্বার ঝাঞ্জাইল এলাকায় এ গেট নির্মাণ করা হয়।

এ উপলক্ষে পবিত্র ধমগ্রন্থ পাঠ ও মোনাজাত শেষে গেট নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুর ফেরদৌস আরা ঝুমা তালুকদার। এ সময় অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মফিজ উদ্দিন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. শহীদুল ইসলাম, যুবলীগ নেতা মো. তজিব উদ্দিন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গেটের মূল স্ট্রাকচার ডিজাইন করেছেন বুয়েটের (ঢাকা) চিফ ইঞ্জিনিয়ার মীর এনায়েত হোসেন এবং মূল নকশাশিল্পী হিসেবে আছেন অত্র এলাকার সন্তান ভাস্কর মাহমুদুল হাসান সোহাগ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে