শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৬ জানুয়ারি ২০২২, ২১:০১

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের একটি সূত্র জানায়, সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের ওই নারী নারী শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১৪ জানুয়ারি ভর্তি হন। ভর্তি হওয়ার পরই ওই নারীর করোনার পরীক্ষা করা হলে রেজাল্ট পজেটিভ আসে। গত শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। সর্বশেষ গত বছরের ১১ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরাইলের এক ব্যক্তি মারা যান।

মারা যাওয়া ১৮১ জনের মধ্যে নবীনগর উপজেলায় ৪৭জন, সদর উপজেলায় ৪৬ জন, নাসিরনগর উপজেলায় ৫ জন, বাঞ্ছারামপু উপজেলায় ৬জন ও বিজয়নগর উপজেলায় ৬জন, আখাউড়া উপজেলায় ৭জন, সরাইল উপজেলায় ২৪ জন, আশুগঞ্জ উপজেলায় ২০ জন ও আখাউড়ায় ২০ মারা যায়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সর্বশেষ গত ২৪ ঘন্টার ফলাফলে জেলা সদরে আরো আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্য উপজেলায় কেউ আক্রান্ত হননি। জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২৪৪৫ জন। এর মধ্যে ১১৫৮৮ জন সুস্থ হয়েছেন।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে