শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না : জয়নুল

বরগুনা প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৩, ১৯:৪১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনে বিএনপিসহ কোন দলই অংশ নেবে না তাই নির্বাচনের আগেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন পাতানো নির্বাচন হবে না যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনে অংশ গ্রহন করবে না সেই সাথে বিএনপি' ১০ দফা দাবিসহ রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা বাস্তবায়নে জন্য কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে

শুক্রবার বিকেল ৫টায় বরগুনা টাউন হল মিলনায়তনে জাতীয়তাবাদী দল বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা বিষয়ক বিশ্লেষমূলক আলোচনা সভায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদিন কথা বলেন

এসময় জয়নুল আবেদিন বলেন, আওয়ামী লীগ সরকারের পালানোর সময় হয়ে এসেছে খুব শিগগিরিই তাদের দেশ ছেড়ে পালাতে হবে বাংলাদেশের জনগণ তাদের দেশ থেকে বিতারিত করবেন বিএনপি মহসচিবকে বিনা কারণে মির্জা ফকরুল ইসমাল আলমগীরকে সরকার কারাগারে আটকে রেখেছেন তার নামে কোনো অভিযোগ নাই দুনীতি অভিযোগও নাই তার নামে ঢাকা শহরে তারা কোনো বাসা বাড়ি নাই, তিনি ভাড়া বাসায় থাকেন অথচ সরকারের মন্ত্রী নেতাদের বেগম পাড়ায় বাড়ি রয়েছে তার মত একজন ভালো মানুষকে কারাগারে আটকিয়ে রাখার নিন্দা জানাই

আওয়ামী লীগ সরকার উদেশ্য করে জয়নুল আবেদিন বলেন, আপনাদের দিন শেষ এখনো সময় আছে বিদায় নিয়ে দেশ ত্যাগ করেন, যদি দেশ ত্যাগ না করেন তা হলে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাড়ি চলে যান যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তা হলে আপনাদের কোনো সম্ভাবনা নাই

তিনি বলেন, দেশের ৯০ ভাগ মানুষ বিএনপিকে সমর্থন করেন স্বৈরশাসক সহজে ক্ষমতা ছাড়ে না, কি করে ক্ষমতা ছাড়াতে হয় তা জনগণ ভালো জানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য জয়নুল আবেদিন বলেন আর অল্প সময় ধৈয্য ধরুন , চুড়ান্ত আন্দোলনের রুপ রেখা আসছে

বরগুনা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি কাযনির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লাসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেড এম সালেহ ফারুক

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালসহ বিএনপির ১০ দফা দাবি বিএনপি প্রনীত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা দাবি বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে এই আলোচনা সভার আয়োজন করা হয়

যাযাদি/সাইফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে