সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মুরাদনগরে সাড়ে ১১হাজার পরিবার ও ৭৪ টি মাদ্রাসায় ১ মাসের খাদ্য সামগ্রী বিতরণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৩, ১৭:৪৮

কুমিল্লার মুরাদনগরে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর নিজস্ব অর্থায়নে সাড়ে ১১হাজার পরিবার এবং ৭৪টি মাদ্রাসা এবং এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভায় এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর আগে গত দুই সপ্তাহ যাবত পর্যাক্রমে উপজেলার ২২টি ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপির নেতাকর্মীরা। শনিবার উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে শত শত আলেম সমাজের উপস্থিতিতে ৭৪টি মাদ্রাসা এবং এতিমখানায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকারসহ নেতাকর্মীরা।

এ বিষয়ে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, শুধু রমজান মাসে নয়, করোনা মহামারিতে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও আমি নিন্মআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি।

তিনি বলেন, আমি মনে করি রাজনীতি মানে মানুষের সেবা করা। নির্বাচন আসলে সেবা মূলক কাজ করা মানে হঠকারীতা। তাই আমি সব সময়ই মানব সেবার কাজে নিজেকে নিয়োজিত করে যাচ্ছি।

যাযাুদ/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে