রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজীপুরে কেন্দ্র পরিদর্শনে ভারতীয় প্রতিনিধি দল

গাজীপুর প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫
গাজীপুরে কেন্দ্র পরিদর্শনে ভারতীয় প্রতিনিধি দল

গাজীপুরের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শহীদ স্মৃতি স্কুল কেন্দ্র পরিদর্শন করেন তারা। এসময় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, কক্ষের এজেন্ট ও ভোটারদের সাথে কথা বলেন।

এরপর নির্বাচন প্রতিনিধি দলের সদস্যরা ওই কেন্দ্র থেকে বেরিয়ে দুপুর ২টার দিকে টঙ্গী কলেজ গেইট এলাকায় কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের এক সদস্য বলেন, মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং ভোট দিচ্ছেন। ভোটের শতাংশ হিসেবে হয়তো এখনো আশানুরূপ হয়নি, কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

আমরা যে কয়টা কেন্দ্রে ঘুরেছি এখন পর্যন্ত বড় ধরনের কোন অভিযোগ নেই। প্রিসাইংডিং অফিসাররা, এজেন্ট ও রাজনৈতিক দলে কোন প্রার্থী কোন ধরনের অভিযোগ করেননি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের যে কথা বলেছিলেন সে মোতাবেক ভোট হচ্ছে। শেষমুহূর্তে হয়তো ভোটের শতাংশের হার আরো বাড়বে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে