রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ভাঙ্গায় ভোটের পরিবেশ উৎসবমুখর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৪
ভাঙ্গায় ভোটের পরিবেশ উৎসবমুখর

ফরিদপুরে ভাঙ্গায় সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি। এ পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের হাজিরা সন্তোষজনক।

নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ১১নং মোল্লা কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, আমার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৭৭১ জন।

এরমধ্যে দুপুর বারোটা পর্যন্ত ১০৯৫ জন ভোটার ভোট প্রদান করেছেন। ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অজয় দাস বলেন, আমার ভোটকেন্দ্রে মোট ভোটার ৩৬৩২ জন। এরমধ্যে দুপুর বারোটা পর্যন্ত ১৪৪১ জন ভোটার ভোট প্রদান করেছেন।

ভাঙ্গা পৌরসভার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সজল শাঁখারী বলেন, কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৫৭২। এর মধ্যে দুপুর বারোটা পর্যন্ত ৭৫১ ভোটার ভোট প্রয়োগ করেছেন।

ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোন সমস্যার কথা জানা যায় নি। নির্বাচন অবাধ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, আমি যে ইউনিয়নগুলোতে পড়েছি ,সেখানে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে