রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেনী তিন আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহর ভোট বর্জন

ফেনী প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:২৯
ফেনী তিন আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহর ভোট বর্জন

ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সাংসদ হাজী রহিম উল্লাহর ভোট বর্জন। রবিবার বিকেল চারটায় সোনাগাজী জিরো পয়েন্টে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ফেনী-৩ আসনের অধিকাংশ কেন্দ্রে জালভোট ও অনিয়মের অভিযোগ করেন হাজী রহিম উল্লাহ।

তিনি বলেন, তার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে সরকারি দলের লোকজন। তার সাথে নবাবপুরের এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট ও অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার আমির হোসেনের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হওয়ার ঘটনায় তিনি দোষারোপ করে বলেন, তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে, উধ্বতন কর্মকর্তার কাছে।

তিনি কারচুপি ও অনিয়মের অভিযোগে ভোট বর্জন করার ঘোষণা দেন। হাজী রহিম ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন। এবারে তার ব্যতিক্রমী ঘটনার মধ্যে দিয়ে তিনি পরাজয়ের পথে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন।

অথচ সকালে সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোট বর্জনের কথা জিগ্যাসা করলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে চটে যান এবং উত্তেজিত হন। ঠিক বিকেলে তার ব্যতিক্রম ঘটান হাজী রহিম উল্লাহ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে