রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কক্সবাজার-২ তৃতীয় বারের মত বেসরকারিভাবে নির্বাচিত নৌকার আশেক

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ১০:৪১
কক্সবাজার-২ তৃতীয় বারের মত বেসরকারিভাবে নির্বাচিত নৌকার আশেক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (কুতুবদিয়া -মহেশখালী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আশেক উল্লাহ রফিক ৯৭ হাজার ৬০৫ ভোট পেয়ে তৃতীয় বারের মত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন( বিএনএম) নোঙ্গর প্রতীকের প্রার্থী শরীফ বাদশা পেয়েছেন ৩৫ হাজার ৬১২ ভোট।

এছাড়া, ন্যাশনাল পিপলস পাট- এন.পি.পি আম প্রতীকের প্রার্থী মাহাবুবুল আলম ১৪৮ ভোট,বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ খাইরুল আমিন,১৬০ ভোট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকের প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান ২২৪ ভোট, ইসলামী ঐক্যজোট আই.ও.জে মো ইউনুস মিনার প্রতীকের প্রার্থী ২৭৬ ভোট পেয়েছেন।

মহেশখালী নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ৮১ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৬০৪ জন। এর মধ্যে প্রদত্ত ভোট ৯৫ হাজার ১৫১।

কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ৩৭ টি কেন্দ্রে মোট ভোটার ৯৫ হাজার ৫২৩ জন। এর মধ্যে

প্রদত্ত ভোট ৩৮হাজার ৮৭৪।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনের দায়িত্বে পর্যাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কোস্ট গার্ড, পুলিশ, আনসার মোতায়েন ছিল।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে