রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মৌলভীবাজার-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস শহীদ জয়ী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ১২:২০
মৌলভীবাজার-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস শহীদ জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে মৌলভীবাজার-৪ আসনে সপ্তম বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ বেসরকারিভাবে সপ্তম বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারী) রাত ৮টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. ঊর্মি বিনতে সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার ৪-আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) মোট ১৬০টি ভোট কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে উপাধক্ষ্য ড. মোঃ আব্দুস শহীদ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নৌকা প্রতীকে ২ লক্ষ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে টানা সপ্তম বারের মতো এমপি হওয়ার রেকর্ড গড়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ ইসলামি ফ্রন্টের আব্দুল মুহিত হাসানি মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯০ এবং ইসলামি ঐক্যজোটের প্রার্থী মো: আনোয়ার হোসেন মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬৮ ভোট। বৈধ ভোট দুই লক্ষ ২২ হাজার ৯৫৯টি। বাতিল ভোট ৪ হাজার ৭০টি।

মৌলভীবাজার-৪ আসনে ১৬০টি কেন্দ্রে মোট ভোটার ৪ লক্ষ ৫৯ হাজার ১০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩১ হাজার ৩০৮, মহিলা ভোটার ২ লক্ষ ২৭ হাজার ৭৯২, তৃতীয় লিঙ্গ ১জন।

এর আগে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে একটানা ছয়বার এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে