রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ঢাকা ২ ও ৩ আসনে বিপুল ভোটে কামরুল-বিপুর জয়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৪০
ঢাকা ২ ও ৩ আসনে বিপুল ভোটে কামরুল-বিপুর জয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৫৪ হাজার ৪৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।

রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য জানান। আনিসুর রহমান বলেন, ঢাকা-২ আসনে ১৯৭টি কেন্দ্রে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম। তিনি পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৪৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৬৩৫ ভোট। এরআগে ভোটের দিন(রবিবার) সাড়ে তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে ডা. হাবিবুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।

এছাড়া ইসলামী ঐক্যফ্রন্টের মাওলানা মো. আশ্রাফ আলী জিহাদী মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৬৯ ভোট ও জাতীয় পার্টির শাকিল আহম্মেদ শাকিল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৯৮ ভোট।

অন্যদিকে, ঢাকা-৩ আসনে ১ লাখ ৩২ হাজার ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রাপ্ত ফলাফল অনুযায়ী নসরুল হামিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনির সরকার লাঙ্গল প্রতীক পেয়েছেন ২ হাজার ৮৬৮ ভোট।

ঢাকা-৩ সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, ঢাকা-৩ আসনে ১২৬টি কেন্দ্রে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন নসরুল হামিদ বিপু। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৩২টি। তার নিকটতম প্রতিদ্বন্দী মনির হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ৮৬৮ টি ভোট পেয়েছেন। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির আব্দুস সালাম আম প্রতীক নিয়ে ৬৬৮ ভোট পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর ডাব প্রতীক নিয়ে ১ হাজার ৬১ ভোট পেয়েছেন, মুক্তিজোটের মো. রমজান ছড়ি প্রতীক নিয়ে ২৪৩ ভোট পেয়েছেন ও স্বতন্ত্র আলী রেজা ট্রাক প্রতীক নিয়ে ১ হাজার ৯৫২ ভোট পেয়েছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে