রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মুন্সিগঞ্জ-১ আসনে নৌকার মাঝি হলেন আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৯
মুন্সিগঞ্জ-১ আসনে নৌকার মাঝি হলেন আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সভাপতি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

সারাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচনের অংশ হিসেবে সকাল টা থেকে শুরু হওয়ায় বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর ঘোষিত ফলাফল অনুযায়ী মুন্সিগঞ্জ ১ আসনে ১৭০ টি কেন্দ্রের নৌকা প্রতীকের মহিউদ্দিন আহমেদ পেয়েছেন ৯৫ হাজার ৮৬০ ভোট।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার কবির পেয়েছেন ৬১ হাজার ৫৪০ ভোট,মাহি বদরুদ্দোজা চৌধুরী কুলা প্রতিকে১৭ হজার ৯৩৩ ভোট, নাঙ্গল প্রতীকে এডভোকেট শেখ মোঃ সিরাজুল ইসলাম পেয়েছেন ৪৭০ ভোট,সোনালী আস প্রতীকে অন্তরা সেলিমা হুদা পেয়েছেন ৬ হাজার ৩৩৭ ভোট,বটগাছ প্রতীকে আতাউল্লাহ পেয়েছেন ২ হাজার ৬৩৫ ভোট,আম প্রতীকে দুয়েল আক্তর পেয়েছেন ২৯৯ ভোট,ডাব প্রতীকে নুরজাহান বেগম রিতা পেয়েছেন ৮৭ ভোট। একতারা প্রতীকে লতিফ সরকার পেয়েছেন ৩ হাজার ২০২ ভোট। এ আসনটিতে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্ব করেছেন। এক লাখ ৯২ হাজার ৫৬৭ নির্বাচনে ভোট পড়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৮৬ জন।

সহকারী রিটার্নিং অফিসারের ঘোষিত ফলাফল অনুযায়ী মহিউদ্দিন আহমেদ ৩৪ হাজার ৩২০ ভোট বেশি পেয়ে এমপি নির্বাচিত হন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে