রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পাইকগাছায় লাঠি হাতে দু"বয়োবৃদ্ধ স্বামী-স্ত্রী ভোট দিলেন এক কেন্দ্রে 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ২০:১৪
পাইকগাছায় লাঠি হাতে দু"বয়োবৃদ্ধ স্বামী-স্ত্রী ভোট দিলেন এক কেন্দ্রে 

পাইকগাছায় লাঠি হাতে স্ত্রীর কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসেছেন দুই বৃদ্ধ -বৃদ্ধা চাঁদ বাছাড় ও দুলাল মল্লিক । বয়স দুই জনের প্রায ৮০ কাছাকাছি। ভোট দিতে পেরে তারা খুব -ই খুশি।

রবিবার খুলনা জেলার পাকইগাছার মটবাটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্ত্রীর সঙ্গে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন অতিশয়পর এই দুই বৃদ্ধ-বৃদ্ধা শারিরীক ভাবে তারা দুই জনই খুব অসুস্থ।

দুলাল মল্লিক বলেন, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। সংগ্রামের আগেও ভোট দিছি। বাংলাদেশকে ভালোবাসি। এ দেশের নাগরিক হিসেবে ভোট আমার অধিকার। তাই অসুস্থ শরীর নিয়েও ভোট দিতে কেন্দ্রে এসেছি।

চাঁদ বাছাড় বলেন, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। আর ভোট দিতে পারবো কিনা জানিনা। নাগরিক অধিকার রক্ষায় এ বয়সে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরে তারা খুউব উচ্ছাসিত।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে