রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

৮৫ হাজার ৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ২০:৪৬
৮৫ হাজার ৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম

বিপুল উৎসাহ উদ্দীপনা আর শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশের ন্যায় দ্বাদশ সংসদ নির্বাচনে ২৮৯ চট্টগ্রাম পটিয়া-১২ সংসদীয় আসনের নির্বাচন অনুষ্টিত হয়েছে। প্রায় ৩ লাখ ৩০ হাজার ভোটারদের মধ্যে প্রায় ১ লাখ ৬৯ হাজার ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই।

গতকাল রবিবার সদ্য সমাপ্ত অনুষ্ঠেয় নতুন বছরের এ দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পটিয়া-১২ আসনের বেসরকারি ফলাফল বিশ্লেষণে অংশ নেওয়া ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

এদিকে, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ২৯ হাজার ৪২৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ৬৮ হাজার ৭৮৮ টি ভোট কাস্টিং হয়েছে। জামানত রক্ষার জন্য তাদের প্রয়োজন ছিল ২১ হাজার ১০০ ভোটের।

জাতীয় পার্টির নুরুচ্ছফা সরকার (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ৩৮৭ টি ভোট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ কাজী জসিম উদ্দিন (চেয়ার) প্রতীকে পেয়েছে ৩৬৫ ভোট, তৃণমূল বিএনপির রাজিব চৌধুরী (সোনালী আশ) প্রতীকে পেয়েছেন ১১৩ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের বিএনএম প্রার্থী (নোঙ্গর) প্রতীকে শিল্পপতি এম এয়াকুব আলী পেয়েছেন ১০৪৬ ভোট, ইসলামী প্রন্টের এম এ মতিন (মোমবাতি) প্রতীকে পেয়েছেন ৮২৯৮ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির ছৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদীন জেহাদী (ডাব) প্রতীকে পেয়েছেন ১৩৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়া (ট্রাক) প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট পেয়ে তারা তাদের জামানত হারিয়েছেন।

পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের ৮ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। ফলে চট্টগ্রামের পটিয়া-১২ সংসদীয় আসনে ৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঞা জনী বলেন, ২৮৯ চট্টগ্রাম পটিয়া-১২ সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ১ লাখ ২০ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী পেয়েছেন ৩৫ হাজার ২৪০ ভোট।

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া-১২ সংসদীয় আসনের মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৪২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ২৪০ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। আসনটির ১০৮ টি ভোটকেন্দ্রের ৭১৯ টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয় সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে