রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সিলেট-২ আসনে বর্তমান এমপিসহ ৫ প্রার্থী জামানত হারাচ্ছেন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ২০:৫২
সিলেট-২ আসনে বর্তমান এমপিসহ ৫ প্রার্থী জামানত হারাচ্ছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বর্তমান এমপি গনফোরাম নেতা মোকাব্বির খানসহ পাঁচ প্রার্থীর জামাত বাজেয়াপ্ত হয়েছে। এ নির্বাচনে কম ভোট পাওয়ায় জামানত হারাতে যাচ্ছেন তিনি। আইন অনুযায়ী নিবার্চনে একজন প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এবাবের সংসদ নিবার্চনে এ আসনে ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ ভোটারের মধ্যে ১ লাখ ৬হাজার ৮৪৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই ভোটের আটভাগের একভাগ হচ্ছে ১৩ হাজার ৩৫৫টি। কিন্তু নিবার্চনে বর্তমান এমপি মোকাব্বির খান পেয়েছেন ১ হাজার ৯২২টি ভোট। এদিকে, ২০১৮ সালের নির্বাচনে মহাজোট প্রার্থী জাতীয়পার্টির মনোনীত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল) জামানত হারালেও এবার দ্বাদশ সংসদ নির্বাচনে একক প্রার্থী হিসেবেও তিনি জামানত হরাতে চলেছেন। তাঁর প্রাপ্ত ভোট হচ্ছে ৬ হাজার ৮৭৪ ভোট। এছাড়াও জামানত হারাতে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক (সোনালী আঁশ) ৯৪৪ ভোট, লাঙ্গল ৬৮৭৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির (ডাব) প্রতীকে ১৮৫ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. মনোয়ার হোসাইন (আম) প্রতীক নিয়ে ২৫৩ ভোট পান।

উল্লেখ্য, সিলেট-২ আসনে স্বতন্ত্র সহ বিভিন্ন দল থেকে মনোনয় নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন ৭ প্রার্থী। তার মধ্যে ৭৮৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান (ট্রাক) প্রতীক নিয়ে ১৬৬৬১ ভোট পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে