রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

না‌জিরপু‌রে নৌকার কর্মী‌কে কু‌পি‌য়ে জখম

না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি
  ০৯ জানুয়ারি ২০২৪, ১১:২১
না‌জিরপু‌রে নৌকার কর্মী‌কে কু‌পি‌য়ে জখম

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭নং সেখ মাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মো. লাইজুর শেখ নামে নৌকার এক কর্মীকে কুপিয়ে এবং মারপিট করে গুরুতর আহত করার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে স্বতন্ত্র প্রার্থী ( ঈগল) সমর্থক আজাহার খাঁ ও তার সহযোগীদের ‌বিরু‌দ্ধে।

আহত মো. লাইজুর শেখের বাড়ি সেখ মাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রা‌মে।

গুরুতর আহত মো. লাইজুর শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

সেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের সমর্থক মো. সৈকত ইউনিয়নের খেজুরতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রঘুনাথপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের সমর্থক আজাহার খাঁ, লুৎফর খাঁ, মাসুম খাঁ, ফারুক খাঁ, শান্ত খাঁ, তানভীর খাঁর সঙ্গে তার (সৈকতের) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা (স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা) ক্ষিপ্ত হয়ে নৌকা প্রতীকের সমর্থক সৈকতকে আটকে রেখে মারধর করে। খবর পেয়ে সৈকতের পিতা মো. লাইজুর শেখ ঘটনাস্থলে গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাকে কুপিয়ে ও মেরে গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা লাইজুরের ছেলে সৈকতকে ডোবায় ফেলে দেয়।

৭নং সেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু জানান, খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানের চিকিৎসকের পরামর্শে গুরুতর আহত মো. লাইজুর শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ‌বিষ‌য়ে না‌জিরপুর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) মোঃ শাহ্ আলম হাওলাদার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন এখনও মামলা হয়‌নি অ‌ভি‌যোগ পেলে আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে