সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

 দাগনভুইয়ার দুর্ধর্ষ হাত কাটা কবিরসহ ৪ ডাকাত গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৪, ১১:১৫

ফেনীর দাগনভুইয়াতে দুর্ধর্ষ হাত কাটা কবিরসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) স্থানীয় থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১৭ মার্চ) ওই থানা পুলিশের ৩টি পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায়, পাশের উপজেলা সোনাগাজী ও পাশের জেলা নোয়াখালী এবং রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

এরা হলেন, উপজেলার আজিজ ফাজিলপুর এলাকার মো. মোস্তফার ছেলে কবির আহাম্মদ প্রকাশ হাত কাটা কবির (৫০), সেকান্দরপুর এলাকার দীন মুহাম্মদের ছেলে শহিদ রানা (৩২), সোনাগাজী উপজেলার পূর্ব মহেশ্বর এলাকার নুর আলমের ছেলে মামুনুর রশিদ প্রকাশ মামুন (২৮), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর এলাকার শফি উল্যার ছেলে হায়দার হোসেন সুজন (৩৬)।

দাগনভুইয়া থানার ওসি মো. আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৯৫/৩৯৭/৩৪ ধারায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারের পর প্রথমে শহিদ রানা (৩২) ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাপর আসামিদেরকে গ্রেফতার করাসহ ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রত্যেককে সোমবার (১৮ মার্চ) বিকালে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানপূর্বক সোপর্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, এদের মধ্যে গ্রেপ্তারকৃত কবির আহম্মদ প্রকাশ দুই হাত কাটা কবিরের বিরুদ্ধে মোট ১৫টি মামলাসহ অপরাপর আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উক্ত আসামিরা সংঘবদ্ধ হয়ে ফেনী জেলা ও নোয়াখালী জেলার বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ ছিনতাই করিয়া আসছিলো।

একই সময়ে দাগনভুইয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দু'জন আসামিসহ জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আরও সাত আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে