রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা আটক

খুলনা অ‌ফিস
  ০৯ এপ্রিল ২০২৪, ১২:৩৫
ছবি যাযাদি

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা সেলিম(৩৯) কে রুপগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১র‌্যাব জানান, র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

দীর্ঘদিন যাবত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়ী চুরি চক্রের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গাড়ী চোর দলের সদস্যরা নিরীহ মানুষকে কটু কৌশলে বোকা বানিয়ে এমনকি অনেক সময় আক্রমন করে বাস, প্রাইভেটকার, পিকআপ, ট্রাক, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি চুরি/ডাকাতি করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। তাদের চুরি/ডাকাতির ভয়ে এলাকার লোকজন সর্বদা আতংকে থাকে। র‌্যাব-১ দীর্ঘ দিন যাবৎ উক্ত চোর চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে র‌্যাব-১ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ এপ্রিল ২০২৪ তারিখ র‌্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর থানার মামলা নং-২৯, তারিখঃ ২৭ মার্চ ২৪ এবং জিআর নং-৭৩ এর পেশাদার বাইক চোর ও সন্দিগ্ধ পলাতক আসামী নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে চোর চক্রের সক্রিয় সদস্য আসামী *সেলিম (৩৫), পিতা-গফর, মাতা-রোকেয়া @ সুফিয়া থানা- নগরকান্দা, জেলা-ফরিদপুর*’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০৪ টি কালো রঙের চাবি, ০২টি “টি-টাইপ” স্ক্র-ড্রাইভার(স্টার ও ফ্লাট) এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে