শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
শ্রীলংকায় রাজনৈতিক সংকট

পদ ছাড়বেন না বিক্রমাসিংহে

বাসভবন ছাড়বেন না বরখাস্ত প্রধানমন্ত্রী পালাের্মন্ট স্থগিতাদেশ প্রত্যাহার
যাযাদি ডেস্ক
  ০২ নভেম্বর ২০১৮, ০০:০০
রনিল বিক্রমাসিংহে

প্রধানমন্ত্রীর পদ থেকে শ্রীলংকা প্রেসিডেন্ট কতৃর্ক বরখাস্ত হওয়া রনিল বিক্রমাসিংহে দাবি করেছেন, তার পক্ষে রয়েছে পালাের্মন্টের সমথর্ন। প্রেসিডেন্টের সিদ্ধান্ত আইনত অবৈধ। তাই তিনি পদত্যাগ করবেন না। বিক্রমাসিংহকে বরখাস্ত করাকে কেন্দ্র করে শ্রীলংকায় এরই মধ্যেই প্রতিবাদ ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিক্রমাসিংহের এই দাবি দ্বীপরাষ্ট্রটির সাংবিধানিক সংকটকে আরও জটিল করে তুলবে।

গত সপ্তাহে রাতের অঁাধারে এক অভ্যুত্থানে শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা কতৃর্ক ক্ষমতাচ্যুত হন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তড়িঘড়ি করে ঘটে যাওয়া ওই ঘটনার পর থেকেই বিক্রমাসিংহে প্রেসিডেন্ট সিরিসেনার ওই পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘সংবিধানবহিভ‚র্ত’ বলে অভিহিত করে আসছেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত বাসভবন ছেড়ে যাবেন না। সংবাদসূত্র : বিবিসি এএফপি অনলাইন

সময় যত গড়াচ্ছে, শ্রীলংকায় রাজনৈতিক সংকট ভয়াবহ ও রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। সংকটে পড়া দেশটির দিকে তাকিয়ে আছে এই অঞ্চলে রাজনৈতিক আধিপত্য বিস্তারকারী এশিয়ার দুই বৃহত্তম অথর্নীতির দেশ চীন ও ভারত। ওয়াশিংটনের পক্ষ থেকেও অতি দ্রæত পালাের্মন্টের অধিবেশন শুরুর আহŸান জানানো হয়েছে।

বিক্রমাসিংহে সংবাদ সম্মেলনে বলেন, ‘শুরু থেকেই পালাের্মন্টের অধিবেশন শুরুর তাগাদা দিয়ে আসছি। এ ছাড়াও তিনি বলেন, একটি সাংবিধানিক রাষ্ট্রে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছি পালাের্মন্টের সদস্যদের ভোটের ভিত্তিতে। আমি বিশ্বাস করি, পালাের্মন্টে আমিই সংখ্যাগরিষ্ঠ ভোট পাবো।’

দেশটির পালাের্মন্টের পরিসংখ্যানও বিক্রমাসিংহের পক্ষে কথা বলছে। নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও সিরিসেনার থেকে এখনো ১১ শতাংশের বেশি ভোটে এগিয়ে আছেন বিক্রমাসিংহে। তবে হুট করে নেয়া সিরিসেনার এমন পদক্ষেপের পরই তিনি রাজাপাকসেকে সুযোগ দিয়েছেন, এমপিদের তাকে সমথর্ন দেয়ার। আর এ জন্যই সিরিসেনা পালাের্মন্ট স্থগিত ঘোষণা করেছিলেন।

বতর্মানে চীন ও ইরান ছাড়া আন্তজাির্তক সম্প্রদায় ইউএনপি ও বিক্রমাসিংহের সঙ্গে রয়েছে বলেই মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ইইউ ও যুক্তরাজ্য সরকারের চিঠিতে বিষয়টি বোঝা যাচ্ছে। এতে গণতন্ত্র ও সাংবিধানিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা প্রদশর্ন করতে বলা হয়েছে।

পালাের্মন্ট স্থগিতাদেশ প্রত্যাহার

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির পালাের্মন্টের ওপর থেকে তার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী সোমবার পালাের্মন্ট অধিবেশন আহŸান করেছেন। আশা করা হচ্ছে, এর মাধ্যমে দুই প্রধানমন্ত্রীর মধ্যকার ক্ষমতার তিক্ত দ্ব›েদ্বর অবসান হবে।

এর আগে দেশটির পালাের্মন্টের স্পিকার কারু জয়সুরিয়া বুধবার প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে সাক্ষাৎ করেন। সংশ্লিষ্ট একজন কমর্কতার্ এ প্রসঙ্গে বলেন, ‘স্পিকার ও প্রেসিডেন্টের মধ্যে এ বিষয়ে বুধবার সন্ধ্যায় কথা হয়েছে। তারা একটি সমঝোতায় পেঁৗছেছেন।’ সিরিসেনা গত শুক্রবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্তের পরপরই ১৬ নভেম্বর পযর্ন্ত পালাের্মন্ট স্থগিত করেন। তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের নাম ঘোষণা করেন। বিক্রমাসিংহে তাকে বরখাস্তের আদেশ মেনে নেননি। নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে তিনি তার রাষ্ট্রীয় বাসভবনে অবস্থান করছেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20473 and publish = 1 order by id desc limit 3' at line 1