শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সপ্তম শ্রেণির পড়াশোনা

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
  ৩১ অক্টোবর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

শব্দ গঠন

৯। কোনটি খঁাটি বাংলা উপসগর্?

ক. প্র

খ. অঘা

গ. পাতি

ঘ. সম

সঠিক উত্তর: গ. পাতি

১০। নিচের কোন দুটি তৎসম উপসগর্?

ক. বে, নি

খ. অনা, কদ

গ. অঘা, আব

ঘ. অব, উপ

সঠিক উত্তর: ঘ. অব, উপ

১১। কোনটি সংস্কৃত উপসগর্?

ক. দর

খ. পাতি

গ. অনু

ঘ. ইতি

সঠিক উত্তর: গ. অনু

১২। ‘অঘা’ শব্দাংশটি কোন প্রকার উপসগের্র উদাহরণ?

ক. সংস্কৃত

খ. খঁাটি বাংলা

গ. তৎসম

ঘ. বিদেশি

সঠিক উত্তর: খ. খঁাটি বাংলা

১৩। উপসগের্র কী নেই?

ক. অথর্ দ্যোতনার ক্ষমতা

খ. অথর্বাচকতা

গ. বিভক্তি যুক্ত করার সুযোগ

ঘ. অন্য পদে যুক্ত হওয়ার বিধান

সঠিক উত্তর: খ. অথর্বাচকতা

১৪। উপসগের্র কাজ কী?

ক. নতুন অথের্বাধক শব্দ গঠন করা

খ. নতুন বাক্য গঠন করা

গ. বাক্যকে সৌন্দযর্মÐিত করা

ঘ. বাক্যের অলঙ্কার বৃদ্ধি করা

সঠিক উত্তর: ক. নতুন অথের্বাধক শব্দ গঠন করা

১৫। ‘নিমরাজি’ শব্দটির ‘নিম্’ কোন প্রকার উপসগর্?

ক. আরবি

খ. ফারসি

গ. সংস্কৃত

ঘ. বাংলা

সঠিক উত্তর: ক. আরবি

১৬। ‘নামঞ্জুর’ শব্দটির ‘না’ কোন প্রকার উপসগর্?

ক. বাংলা

খ. সংস্কৃত

গ. আরবি

ঘ. ফারসি

সঠিক উত্তর: ঘ. ফারসি

১৭। ‘বরখাস্ত’ শব্দটির ‘ব’ কোন প্রকার উপসগর্?

ক. বাংলা

খ. তৎসম

গ. ফারসি

ঘ. আরবি

সঠিক উত্তর: গ. ফারসি

১৮। ‘গরমিল’ শব্দটির ‘গ’ কোন প্রকার উপসগর্?

ক. বাংলা

খ. উদুর্

গ. আরবি

ঘ. ফারসি

সঠিক উত্তর: গ. আরবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20124 and publish = 1 order by id desc limit 3' at line 1