শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি (ব্যবসায় পরিচিতি)

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
  ২৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ব্যবসায় পরিচিতি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-২

১৬। উদ্যোক্তার মনস্তাত্তি¡ক বৈশিষ্ট্য কোনটি?

(ক) ত্যাগী মনোভাব

(খ) স্বাধীনতা

(গ) নেতৃত্ব

(ঘ) আকষর্ণীয় ব্যক্তিত্ব

সঠিক উত্তর: (খ) স্বাধীনতা

১৭। নেতৃত্ব উদ্যোক্তার কোন ধরনের বৈশিষ্ট্য?

(ক) সাধারণ

(খ) অথৈর্নতিক

(গ) মনস্তাত্বিক

(ঘ) সামাজিক

সঠিক উত্তর: (ঘ) সামাজিক

১৮। ব্যবসায়ের ক্ষতির আশঙ্কাকে কী বলে?

(ক) ক্ষতি

(খ) মুনাফা

(গ) ঝুঁকি

(ঘ) অথর্

সঠিক উত্তর: (ক) ক্ষতি

১৯। ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা কী ধরনের কাজ?

(ক) আনন্দদায়ক

(খ) ঝুঁকিপূণর্

(গ) লাভজনক

(ঘ) অলাভজনক

সঠিক উত্তর: (খ) ঝুঁকিপূণর্

২০। রবিউল ব্যবসায় স্থাপন করতে চান। তার ব্যবসায়ে বিদ্যামান-

(ক) মুনাফা

(খ) ঝুঁকি

(গ) সুদ

(ঘ) মূলধন

সঠিক উত্তর: (খ) ঝুঁকি

২১। কমর্জীবনে শক্র থাকলে তাকে কীভাবে জয় করা উচিত?

(ক) শত্রæ

(খ) ব্যবসায়ী

(গ) আত্মীয়

(ঘ) বন্ধু

সঠিক উত্তর: (ঘ) বন্ধু

২২। জে.বি.সে-এর সংজ্ঞাটি ক্যানটিলনের প্রদত্ত সংজ্ঞার কিরূপ?

(ক) উন্নত রূপ

(খ) অনুরূপ

(গ) উন্নততর রূপ নয়

(ঘ) পরিবতির্ত রূপ

সঠিক উত্তর: (ক) উন্নত রূপ

২৩। কোনটি উদ্যোক্তার গুণ?

(ক) সাংগঠনিক ক্ষমতা

(খ) শিক্ষা

(গ) ঝুঁকি না নেওয়ার ক্ষমতা

(ঘ) বয়স

সঠিক উত্তর: (ক) সাংগঠনিক ক্ষমতা

২৪। ব্যথর্তা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা, থাকতে হবে কার?

(ক) বিপণন কমীর্র

(খ) উদ্যোক্তার

(গ) ক্রেতার

(ঘ) বিক্রেতার

সঠিক উত্তর: (খ) উদ্যোক্তার

২৫। কোনটি উন্নত বিশ্বে অগ্রগতির প্রধান কারণ?

(ক) মেধা

(খ) মননশীলতা

(গ) প্রশিক্ষণ

(ঘ) অনুক‚ল পরিবেশ

সঠিক উত্তর : (ঘ) অনুক‚ল পরিবেশ

২৬। অভীষ্ট লক্ষ্যে পেঁৗছানোর জন্য উদ্যোক্তা কী করেন?

(ক) সুযোগের সদ্ব্যবহার

(খ) শিক্ষা গ্রহণ

(গ) পরিকল্পনা

(ঘ) প্রশিক্ষণ গ্রহণ

সঠিক উত্তর : (গ) পরিকল্পনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33836 and publish = 1 order by id desc limit 3' at line 1