শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (রসায়ন দ্বিতীয়পত্র)

অলোক কুমার ঘোষ, প্রভাষক, রসায়ন বিভাগ পাটুল হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, নাটোর। য়
  ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০

প্রিয় পরীক্ষার্থী, আজ তোমাদের জন্য রসায়ন দ্বিতীয়পত্র থেকে সৃজনশীল অংশের মডেল টেস্ট দেয়া হলো

পূর্ণমান: ৫০

\হ

যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।

১. ইউরিয়া একটি নাইট্রোজেনঘটিত সার। পৃথিবীতে সার হিসেবে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ক. ঝঅঞচ কী?

খ. জ্যামিতিক সমাণুতার শর্ত লিখ।

গ. উদ্দীপকের উলিস্নখিত সারটি প্রাকৃতিক গ্যাস থেকে তৈরির মূলনীতি সমীকরণসহ লিখ।

ঘ. উদ্দীপকে উলেস্নখিত সারটির উৎপাদন শিল্প হতে সৃষ্ট ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ কর।

২. অ + ঐইৎ ম উৎপাদ (৩ কার্বন বিশিষ্ট অ্যালকিন)

ক. লুকাস বিকারক কী?

খ. মোলার দ্রবণ তাপাত্রার ওপর নির্ভরশীল কেন?

গ. উদ্দীপকের অ যৌগ থেকে পলিমার প্রস্তুতকরণ সমীকরণসহ লিখ।

ঘ. উদ্দীপকের বিক্রিয়ার কৌশল আলোচনা কর।

৩. টেক্সটাইল, রং ম বর্জ্য পানি ম নদী

ক. এস আই এককে জ এর মান কত।

খ. মিথাইল অ্যামিন অ্যানিলিনের চেয়ে বেশি ক্ষারীয় কেন?

গ. উদ্দীপকের শিল্পখাত কিভাবে পরিবেশকে দূষিত করে বর্ণনা কর।

ঘ. উদ্দীপকের শিল্পখাত কর্তৃক পরিবেশ দূষণ কিভাবে রোধ করা যায় আলোচনা কর।

৪. ১০ সখ ০.১৮৫ গ। ১৮.৪ সখ ০.০২ গ অক্সালিক এসিড। ঘধঙঐ. অ দ্রবণ। ই দ্রবণ

ক. এক আণবিক বিক্রিয়া কী?

খ. বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন?

গ. ই দ্রবণে কতটুকু ঘধঙঐ দ্রবীভূত আছে।

ঘ. অ ও ই দ্রবণের মিশ্র দ্রবণের প্রকৃতি কীরূপ হবে বিশ্লেষণ কর।

৫. জ-ঈঐ২-ঈঐ২-ঢ + কঙঐ(ধয়) ম গ +কঢ

ক. প্যারাসিটামল এর সংকেত লিখ।

খ. বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচু্যতির কারণ লিখ।

গ. উদ্দীপকের গ তৈরীর প্রযোজ্য বিক্রিয়ার কৌশল দেখাও।

ঘ. উদ্দীপকে কঙঐ( ধয়) এর পরিবর্তে কঙঐ (ধষপ) ব্যবহারে উৎপাদের পরিবর্তন হয় প্রয়োজনীয় সমীকরণসহ বিশ্লেষণ কর।

৬. ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বস্তুসহ একটি নির্দিষ্ট ভরের গ্যাস ১০০সষ আয়তন দখল করে। তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস এ উন্নীত করা হলে, ইহার চাপ দ্বিগুণ হয় এবং আয়তন হয় ৬০ সষ।

ক. অনুবন্ধী অম্স্ন্ল কাকে বলে?

খ. আলোক সক্রিয় সমাণুতা বলতে কী বুঝ?

গ. উদ্দীপকের সাহায্যে কঠিন বস্তুর আয়তন নির্ণয় কর।

ঘ. উদ্দীপকে কঠিনের পরিবর্তে তরল পদার্থ ব্যবহার করলে ঐ গ্যাসের আয়তনের কোন পরিবর্তন হবে কী? মতামত বিশ্লেষণ কর।

৭. অ ও ই দুইটি রিচার্জেবল ব্যাটারি। ব্যাটারি অ আইপিএস মোটরগাড়িতে, অপরদিকে ব্যাটারি ই ল্যাপটপ, সেলফোন ইত্যাদিতে ব্যবহৃত হয়।

ক. পস্নাস্টিসিটি কী?

খ. ঞউঝ বলতে কী বুঝ?

গ. অ এর কোষ বিক্রয়া লিখ।

ঘ. উদ্দীপকের অ এর তুলনায় ই অধিক পরিবেশবান্ধব - বিশ্লেষণ কর।

৮. ঘনত্ব = ১.৭৭৫ ম/খ।। ১২০ সখ ১৮০ স।। ২০ সরহ ১৫ সরহ, ২৫ ডিগ্রি সেলসিয়াস। ২৫ডিগ্রি সেলসিয়াস অ গ্যাস ই গ্যাস

ক. কাইরাল কার্বন কী?

খ. ফেনল অম্স্নধর্মী কেন?

গ. অ গ্যাসের ৎ.স.ং বেগ নির্ণয় কর।

ঘ. একই তাপমাত্রা ও চাপে অ ও ই গ্যাসদ্বয়ের মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি গাণিতিকভাবে তা বিশ্লেষণ কর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46649 and publish = 1 order by id desc limit 3' at line 1