শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (প্রাথমিক বিজ্ঞান)

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ১১ জুন ২০১৯, ০০:০০
শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তি-

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান থেকে

কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেয়া হলো

অধ্যায় ১০

প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তি কিভাবে কাজে লাগে?

উত্তর : শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রভাব অত্যন্ত ব্যাপক ও গভীর। তথ্যপ্রযুক্তি আজকাল শিক্ষাব্যবস্থাকে করেছে গতিশীল, দক্ষ ও পরিপূর্ণ। নিচে এর কয়েকটি উদাহরণ দেয়া হলো-

১. ঘরে বসেই আজ পৃথিবীর যে কোনো দেশের খ্যাতনামা লাইব্রেরির বই পড়া যায়।

২. শিক্ষার্থীরা ক্লাসে না গিয়েও ইন্টারনেটের মাধ্যমে পারে ক্লাসে অংশগ্রহণ করতে। শিক্ষককে প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তরটি জানতে পারে।

৩. শিক্ষাসংক্রান্ত মাল্টিমিডিয়া সিডির মাধ্যমে লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায়।

৪. কম্পিউটার, ইন্টারনেট, ডিভিডি, মেমোরি কার্ড বা পেনড্রাইভ ব্যবহার করে শিক্ষাবিষয়ক যে কোনো তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করে রাখা যায়।

৫. ই-বুক ব্যবহার করে পাঠ্যবইয়ের ব্যবহার কমানো সম্ভব।

৬. মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে যে কোনো পরীক্ষাসংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব।

এভাবে শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানো যায়। এতে শিক্ষা লাভ হয়ে উঠবে আরো সহজ ও আনন্দদায়ক।

প্রশ্ন। তথ্য সংরক্ষণের উপায়গুলো লেখ।

উত্তর : বর্তমান সময়ে তথ্য সংরক্ষণ করার অনেক ভালো উপায় আছে। যেমন-

১. কাগজে লিখে বা ছাপিয়ে তথ্য সংরক্ষণ করা যায়।

২. টেপ রেকর্ডারে কথা রেকর্ড করার মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায়।

৩. সিডিতেও তথ্য সংরক্ষণ করা যায়।

৪. ক্যামেরা দিয়ে ছবি তুলে, ভিডিও করেও তথ্য সংরক্ষণ করা যেতে পারে।

৫. কম্পিউটারে টাইপ করে ও স্ক্যান করে তথ্য সংরক্ষণ করা যেতে পারে।

৬. কম্পিউটারে রেকর্ড, ভিডিও, ছবি এগুলোও সংরক্ষণের ব্যবস্থা আছে।

৭. পেনড্রাইভ, সিডি, ভিসিডি এগুলোরও মধ্যে অনেক তথ্য সংরক্ষণ করা যায়।

প্রশ্ন। আমাদের জীবনে তথ্যপ্রযুক্তির ৫টি ব্যবহার লেখ।

উত্তর : আমাদের জীবনে তথ্যপ্রযুক্তির ৫টি ব্যবহার নিচে লেখা হলো-

১. আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য।

২. খনিজ সম্পদের তথ্য জানার জন্য।

৩. জটিল রোগ নির্ণয় ও নিরাময়ে চিকিৎসা-প্রযুক্তি ব্যবহৃত হয়।

৪. জ্ঞান চর্চা ও গবেষণার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহৃত হয়।

৫. যোগাযোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার হয়।

প্রশ্ন। কম্পিউটার কী? কম্পিউটারের ব্যবহার সম্পর্কে ৪টি বাক্য লেখ।

উত্তর : কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র। দেয়া তথ্যের ওপর ভিত্তি করে নির্দেশমতো কম্পিউটার গাণিতিক ও যৌক্তিক প্রণালিতে সমাধান করে এবং ফলাফল প্রদান করে।

কম্পিউটার যেসব কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে ৪টি বাক্য নিচে লেখা হলো-

১. টাইপ করা যায়।

২. সেকেন্ডে হাজার হাজার, লাখ লাখ গাণিতিক হিসাব কষা যায়।

৩. ছকি আঁকা যায়, ছবি দেখা যায় এবং গান শোনা যায়।

৪. যাবতীয় তথ্য জমা রাখা যায় এবং তথ্য আদান-প্রদান করা যায়।

প্রশ্ন। তথ্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কেন? সংগৃহীত তথ্য কিভাবে সংরক্ষণ করা যায় তা ৩টি বাক্যে লেখ।

উত্তর : বস্তুগত সম্পদ যেমন মানুষের জীবনযাত্রার মান বদলাতে পারে, সমস্যার সমাধান দিতে পারে, তথ্যও তেমন গভীরভাবে আমাদের জীবনধারাকে বদলে দিতে পারে এবং সমস্যার সমাধান দিতে পারে। এসব কারণেই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। সংগৃহীত তথ্য সংরক্ষণের জন্য উপরের গধহঁ ইধৎ-এর বাম দিকে ভরষব ংবষবপঃ করতে হবে। ঝধাব অং নির্বাচন করে ঋরষব, ঘধসব-এর জায়গায় ফাইলের নাম ও ঝধাব রহ-এ সংরক্ষণের স্থান নির্দিষ্ট করে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া মাউস (সড়ঁংব) দিয়ে দরকারি অংশ নির্বাচন করে তা কপি করার পর কম্পিউটারের মেমোরি বা উপযুক্ত স্থানে চধংঃব করতে হবে।

এভাবে সংগৃহীত তথ্য সংরক্ষণ করা যায়।

অধ্যায় ১১

প্রশ্ন। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এরা এক নয়- এ প্রসঙ্গে তোমার মতামত ৫টি বাক্যে লেখ।

উত্তর : কোনো জায়গার আবহাওয়া অল্প সময়ের মধ্যেই পরিবর্তন হওয়া সম্ভব কিন্তু জলবায়ু অল্প সময়ে পরিবর্তন হয় না। যেমন আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় সকালে শীত লাগে কিন্তু দুপুরে গরম লাগে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে আবহাওয়ার পরিবর্তন আমরা দেখতে পাই। কিন্তু ২০ থেকে ৩০ বছরে ধরে বাংলাদেশের গড় আবহাওয়া অর্থাৎ জলবায়ু মোটামুটি একই রকম আছে। দীর্ঘ সময়েও এর খুব একটা পরিবর্তন হয়নি। অতএব আমি মনে করি আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সময়ের পার্থক্যের কারণে এরা এক নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<52956 and publish = 1 order by id desc limit 3' at line 1