শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ জুন ২০১৯, ০০:০০
বাল্মীকি

প্রশ্ন : কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয়? উত্তর : ১৭৬০-১৮৬০ সাল পর্যন্ত।

প্রশ্ন : বাংলা সাহিত্যর আধুনিক যুগের সময় কাল কয় পর্বে বিভক্ত ও কী কী?

উত্তর : চারটি পর্বে বিভক্ত। যেমন- ১. প্রস্তুতি পর্ব (১৮০১-১৮০৫) খ্রিঃ, ২. বিকাশ পর্ব (১৮৫১-১৯০০) খ্রিঃ, ৩.রবীন্দ্র পর্ব (১৯০১-১৯৪০) খ্রিঃ ও ৪.অতি-আধুনিক যুগ (১৯০১ বর্তমান কালসীমা)।

প্রশ্ন : আধুনিক যুগ কোন সময় পর্যন্ত বিস্তৃত?

উত্তর : ১৮০১ সাল থেকে বর্তমান।

প্রশ্ন : যুগ সন্ধিক্ষণের কবি কে?

উত্তর : ঈশ্বরচন্দ্র দত্ত।

প্রশ্ন : ব্রজবুলী ভাষার উদ্ভব কখন হয়?

উত্তর : কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন।

প্রশ্ন : ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা?

উত্তর : মৈথলী এবং বাংলা ভাষার মিশ্রণে যে ভাষার সৃষ্টি হয়।

প্রশ্ন : ব্রজবুলি কোন স্থানের উপভাষা?

উত্তর : মিথিলার উপভাষা।

প্রশ্ন: বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন?

উত্তর : কৃত্তিবাস।

প্রশ্ন : রামায়নের আদি রচয়িতা কে?

উত্তর : কবি বাল্মীকি।

প্রশ্ন : বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন?

উত্তর : কাশীরাম দাস।

প্রশ্ন : মহাভারতের আদি রচয়িতা কে?

উত্তর : বেদব্যাস।

প্রশ্ন : গীতি কাব্যের রচয়িতা কে?

উত্তর : গোবিন্দ চন্দ্র দাস।

প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে?

উত্তর : ফকির গরিবুলস্নাহ।

প্রশ্ন : মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?

উত্তর : মুকুন্দরাম চক্রবর্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<55103 and publish = 1 order by id desc limit 3' at line 1