শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯ম-১০ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১১ আগস্ট ২০১৯, ০০:০০
সম্রাট আওরঙ্গজেব

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

ষষ্ঠ অধ্যায়

২১। মামলুক তুর্কিদের সর্বশ্রেষ্ঠ হিসেবে কোন নামটি সমর্থনযোগ্য?

(ক) শের খান

(খ) ইউজবক

(গ) তুঘান খান

(ঘ) তুঘরিল

সঠিক উত্তর: (ঘ) তুঘরিল

২২। সরফরাজ খানের সময়ে দেশজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়ার যথার্থ কারণ কোনটি?

(ক) তার অযোগ্যতা

(খ) তার অদক্ষতা

(গ) তার দুর্বলতা

(ঘ) তার উদারতা

সঠিক উত্তর: (ক) তার অযোগ্যতা

২৩। প্রখ্যাত কবি হাফিজ কোন দেশের অধিবাসী ছিলেন?

(ক) ভারত

(খ) চীন

(গ) পারস্য

(ঘ) মিশর

সঠিক উত্তর: (গ) পারস্য

২৪। বখতিয়ার খলজির ক্ষেত্রে প্রযোজ্য-

(র) তিনি ছিলেন জাতিতে তুর্কি

(রর) তিনি ছিলেন খলজি বংশের

(ররর) তিনি ছিলেন ভাগ্যান্বেষী সৈনিক

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

২৫। আজম শাহ কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন?

(ক) খান জাহানের সঙ্গে

(খ) মালধর সঙ্গে

(গ) খান রহমানের সঙ্গে

(ঘ) ফখরুদ্দীনের সঙ্গে

সঠিক উত্তর: (ক) খান জাহানের সঙ্গে

২৬। ইলিয়াস শাহের গুরুত্বপূর্ণ সাফল্য ছিল নিচের কোনটি?

(ক) উত্তর বাংলা অধিকার

(খ) দক্ষিণ বাংলা অধিকার

(গ) পূর্ব বাংলা অধিকার

(ঘ) পশ্চিম বাংলা অধিকার

সঠিক উত্তর: (গ) পূর্ব বাংলা অধিকার

২৭। জাহাঙ্গীরনগর নামটির সঙ্গে সাদৃশ্য রয়েছে নিচের কোনটির?

(ক) বরিশাল

(খ) খুলনা

(গ) চট্টগ্রাম

(ঘ) ঢাকা

সঠিক উত্তর: (ঘ) ঢাকা

২৮। রাজা গণেশ কয়বার সিংহাসনে বসেছিলেন?

(ক) একবার

(খ) দুইবার

(গ) তিনবার

(ঘ) চারবার

সঠিক উত্তর: (খ) দুইবার

২৯। সুলতালন গিয়াসউদ্দীন আযম শাহ কেমন ছিলেন?

(ক) ন্যায়বিচারক

(খ) মিথ্যাবাদী

(গ) নির্যাতনকারী

(ঘ) জুলুমকারী

সঠিক উত্তর: (খ) মিথ্যাবাদী

৩০। বরবক শাহ কেমন ছিল?

(ক) কাব্যরসিক

(খ) সাহিত্যরসিক

(খ) পলাশীর যুদ্ধের মাধ্যমে

\হ(ঘ) ভ্রমণরসিক

সঠিক উত্তর: (খ) পলাশীর যুদ্ধের মাধ্যমে

৩১। বখতিয়ার খলজি কাদের পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করে?

(ক) সেন রাজাদের

(খ) পাল রাজাদের

(গ) গুপ্ত রাজাদের

(ঘ) মৌর্যবংশীয়দের

সঠিক উত্তর: (ক) সেন রাজাদের

৩২। সম্রাট আওরঙ্গজেব মীরজুমলাকে কিসের দায়িত্ব দেন?

(ক) রাজস্ব আদায়ের

(খ) সুবেদারের

(গ) বাদশাহর

(ঘ) মন্ত্রীর

সঠিক উত্তর: (খ) সুবেদারের

৩৩। রাজা গণেশের অন্যতম কৃতিত্ব হচ্ছে-

(র) হিন্দু শাসন প্রতিষ্ঠা

(রর) অর্থনৈতিক পুনর্গঠন

(ররর) ইলিয়াস শাহিদের উৎখাত

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (খ) র ও ররর

৩৪। কার শাসনামলে বাংলায় শান্তি প্রতিষ্ঠিত হয়?

(ক) শায়েস্তা খানের

(খ) আলীবর্দীর

(গ) মুর্শিদকুলী খানের

(ঘ) সরফরাজ খানের

সঠিক উত্তর: (খ) আলীবর্দীর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62088 and publish = 1 order by id desc limit 3' at line 1