শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া
  ০২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
শেষ বেলা

আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

২৭. কয়টি সালতি পাশাপাশি জোড়া লাগানো ছিল?

ক. তিনটি

খ. দুটি

গ. চারটি

ঘ. একটি

সঠিক উত্তর : খ. দুটি

২৮. বুড়ো রহমান কার মাথায় খড় চাপিয়ে যায়?

ক. বাহকের

খ. কৈলেশের

গ. জগুর

ঘ. যুবকটির

সঠিক উত্তর : ক. বাহকের

২৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাকনাম কি?

ক. নয়ন

খ. খোকা

গ. মানিক

ঘ. প্রফুলস্ন

সঠিক উত্তর : গ. মানিক

৩০. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়?

ক. ঢাকার বিক্রমপুরে

খ. ভারতের শিলিগুড়িতে

গ. যশোরের পাঁজিয়ায়

ঘ. রংপুর সদরে

সঠিক উত্তর : ক. ঢাকার বিক্রমপুরে

৩১. খড় কোথায় তোলা হচ্ছে?

ক. ডোঙ্গায়

খ. পাড়ে

গ. নদীর চরে

ঘ. রাস্তায়

সঠিক উত্তর : খ. পাড়ে

৩২. মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাসের সংখ্যা কত?

ক. প্রায় বিশটি

খ. প্রায় ত্রিশটি

গ. প্রায় চলিস্নশটি

ঘ. প্রায় পঞ্চাশটি

সঠিক উত্তর : গ. প্রায় চলিস্নশটি

৩৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের উলেস্নখযোগ্য ছোটগল্প কোনটি?

ক. হলুদ পোড়া

খ. সমুদ্রের স্বাদ

গ. প্রাগৈতিহাসিক

ঘ. জননী

সঠিক উত্তর : গ. প্রাগৈতিহাসিক

৩৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের 'অতসীমামী' কোন জাতীয় রচনা?

ক. গল্প

খ. উপন্যাস

গ. নাটক

ঘ. রম্যরচনা

সঠিক উত্তর : ক. গল্প

৩৫. 'অতসীমামী' মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে রচনা করেন?

ক. ষোলো

খ. বিশ

গ. বাইশ

ঘ. চব্বিশ

সঠিক উত্তর : খ. বিশ

৩৬. মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর জীবিত ছিলেন?

ক. চলিস্নশ

খ. আটচলিস্নশ

গ. সাতচলিস্নশ

ঘ. ছেচলিস্নশ

সঠিক উত্তর : খ. আটচলিস্নশ

৩৭. মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় মৃতু্যবরণ করেন?

ক. কলকাতায়

খ. বিক্রমপুরে

গ. নদীয়ায়

ঘ. ঢাকায়

সঠিক উত্তর : ক. কলকাতায়

৩৮. কোন বেলায় খালে পুরো ভাটা?

ক. সকাল বেলায়

খ. বিকেল বেলায়

গ. সন্ধ্যে বেলায়

ঘ. শেষ বেলা

সঠিক উত্তর : ঘ. শেষ বেলা

৩৯. জল নেমে গিয়ে কি বেরিয়ে পড়েছে?

ক. ইটপাটকেল

খ. গাছের গুঁড়ি

গ. ভাঙা নৌকা

ঘ. ভেজা খড়

সঠিক উত্তর : ক. ইটপাটকেল

৪০. মাসি-পিসি জলে কি ভিজিয়ে রাখে?

ক. কাঁথাকম্বল

খ. পুরনো বালিশ

গ. ছেঁড়া কাপড়

ঘ. টুপি

সঠিক উত্তর : ক. কাঁথাকম্বল

১। কোন কালে কানে মন্ত্রণা আসে?

ক. তরুণ

খ. যৌবন

গ. শৈশব

ঘ. বৃদ্ধ

সঠিক উত্তর : খ. যৌবন

২। 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

ক. ইতিবাচক

খ. দুঃসাহস

গ. বয়স

ঘ. তারুণ্য

সঠিক উত্তর : ক. ইতিবাচক

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও-

ব্রিটিশ শাসনের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজনই প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত তিনি মৃতু্যকে বরণ করে নিয়েছেন কিন্তু আত্মসমর্পণ করেননি।

৩. উদ্দীপকের প্রীতিলতার মধ্যে ফুটে ওঠা দিকটি আঠারো বছর বয়স কবিতার যে দিকটিকে ইঙ্গিত করে তা হলো-

র. তারুণ্য

রর. আত্মত্যাগ

ররর. সর্বনাশের অভিঘাত।

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. রর ও ররর

৪। ইঙ্গিতপূর্ণ দিকটি নিচের কোন চরণযুগলে ফুটে উঠেছে?

ক. এ বয়স জানে রক্তদানের পূর্ণ

বাষ্পের বেগে স্টিমারের মতো চলে

খ. আঠারো বছর বয়সে নেই ভয়

পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা

গ. প্রাণ দেয়া-নেয়া ঝুলিটা থাকে না শূন্য

সঁপে আত্মাকে শপথের কোলাহলে

ঘ. এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে

বিপদের মুখে এ বয়স আগ্রহী

সঠিক উত্তর : গ. প্রাণ দেয়া-নেয়া ঝুলিটা থাকে না শূন্য

সঁপে আত্মাকে শপথের কোলাহলে

৫। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায়?

ক. কোটালীপাড়ায়

খ. কলকাতায়

গ. বারম পাল্টা

ঘ. পশ্চিমবঙ্গে

সঠিক উত্তর : খ. কলকাতায়

৬। কাব্যিক বৈশিষ্ট্যের দিক থেকে সুকান্তের সঙ্গে মিল রয়েছে কোন কবির?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. ফররুখ আহমদ

ঘ. অমিয় চক্রবর্তী

সঠিক উত্তর : খ. কাজী নজরুল ইসলাম

৭। আঠারো বছর বয়সের তরুণরা 'শপথের কোলাহলে' কী সঁপে দেয়?

ক. আত্মা

খ. প্রাণ

গ. মাথা

ঘ. স্পর্ধা

সঠিক উত্তর : গ. মাথা

৮. বিপদের মুখে আঠারো বছর বয়স কেমন?

ক. পশ্চাৎমুখী

খ. অগ্রণী

গ. ভীরু

ঘ. সাহসী

সঠিক উত্তর : খ. অগ্রণী

৯. সুকান্ত মূলত কী ধরনের কবি?

ক. সাম্যের কবি

খ. বিদ্রোহের কবি

গ. বিপস্নবের কবি

ঘ. শান্তির কবি

সঠিক উত্তর : খ. বিদ্রোহের কবি

১০। আঠারো বছর বয়সে কিসের ঝুলিটা শূন্য থাকে?

ক. ভিক্ষার

খ. যাযাবরের

গ. তরুণের

ঘ. প্রাণ দেয়া-নেয়ার

সঠিক উত্তর : গ. তরুণের

১১. আঠারো বছর বয়স কিসে বাঁচে?

ক. শান্তি ও অশান্তিতে

খ. দুর্যোগ আর ঝড়ে

গ. হাসি আর কান্নায়

ঘ. ভালো ও মন্দে

সঠিক উত্তর : খ. দুর্যোগ আর ঝড়ে

১২. আঠারো বছর বয়স দুঃসহ কেন?

ক. এ বয়সে কঠিন দুঃসহ অবস্থার মুখোমুখি হতে হয় বলে

খ. এ বয়সে পড়াশোনা করতে হয় বলে

গ. এ বয়সে বাবা-মায়ের কথামতো চলতে হয় বলে

ঘ. এ বয়সে আন্দোলন-সংগ্রাম করতে হয় বলে

সঠিক উত্তর : ক. এ বয়সে কঠিন দুঃসহ অবস্থার মুখোমুখি হতে হয় বলে

১৩. আঠারো বছর কোনো বাধা মানে না

খ. এ বয়স কাঁদতে জানে না

গ. এ বয়স মাথা নত করতে জানে না

ঘ. এ বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়

সঠিক উত্তর : ঘ. এ বয়স মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়

১৪। আঠারো বছর বয়সে কী উঁকি দেয়?

ক. প্রতিবাদ

খ. দুঃসাহস

গ. আবেগ

ঘ. সুপুরুষতা

সঠিক উত্তর : খ. দুঃসাহস

১৫. 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'- কবি কেন এ প্রার্থনা করেছেন?

ক. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য

খ. মাথা তুলে দাঁড়ানোর জন্য

গ. প্রগতির পথে এগিয়ে চলাই যৌবনের ধর্ম, এ জন্য

ঘ. ত্যাগী মনোভাবের জন্য

সঠিক উত্তর : গ. প্রগতির পথে এগিয়ে চলাই যৌবনের ধর্ম, এ জন্য

১৬. তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণার কারণ কী?

ক. চারপাশের অন্যায়, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ

খ. অর্থলোলুপ ব্যক্তিত্বের দৌরাত্ম্য

গ. সামাজিক অবলুপ্তি

ঘ. মানসিক বিপর্যয়

সঠিক উত্তর : ক. চারপাশের অন্যায়, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ

১৭। আঠারো বছর বয়স পাথর বাঁধা কেমন করে ভাঙতে চায়?

ক. বিদু্যতের বেগে

খ. মেঘের বেগে

গ. বাষ্পের বেগে

ঘ. স্রোতের বেগে

সঠিক উত্তর : গ. বাষ্পের বেগে

১৮. 'রক্তদানের পুণ্য' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

ক. তারুণ্যের জীবনের ঝুঁকি

খ. তারুণ্যের অগ্রগতি

গ. তারুণ্যের বিক্ষুব্ধতা

ঘ. তারুণ্যের উদ্দামতা

সঠিক উত্তর : ক. তারুণ্যের জীবনের ঝুঁকি

১৯. আঠারো বছর বয়স কিসের প্রতীক?

ক. কৈশোরের

খ. যৌবনের

গ. বিপস্নবের

ঘ. উচ্ছলতার

সঠিক উত্তর : খ. যৌবনের

২০. দেশ ও জাতির কল্যাণে তারুণ্যশক্তি এগিয়ে যায় কেন?

ক. এটাই তারুণ্যের ধর্ম বলে

খ. প্রধান নীতি তাই

গ. তারুণ্য বন্ধনহীন বলে

ঘ. তারুণ্য শক্তিশালী বলে

সঠিক উত্তর : ক. এটাই তারুণ্যের ধর্ম বলে

২১। তরুণরা কার কাছে আত্মাকে সমর্পণ করে?

ক. কবির কাছে

খ. ঝড়ের কাছে

গ. শপথের কোলাহলে

ঘ. সত্যের কাছে

সঠিক উত্তর : গ. শপথের কোলাহলে

২২. 'অসহ্য' শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?

ক. অস্‌জঝো

খ. অশোজ্‌ঝো

গ. অসোঝযো

ঘ. অসেশাসঝো

সঠিক উত্তর : খ. অশোজ্‌ঝো

২৩. আঠারো বছর বয়স কোন সময়কে নিরূপণ করেছে?

ক. বিদ্রোহের সময়কে

খ. নাগরিক হওয়ার সময়কে

গ. কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময়কে

ঘ. আত্মনির্ভরশীল হওয়ার সময়কে।

সঠিক উত্তর : গ. কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময়কে

২৪। আঠারো বছর বয়স কী জানে না?

ক. হাসা

খ. কাঁদা

গ. খেলা

ঘ. যুদ্ধ

সঠিক উত্তর : খ. কাঁদা

২৫. 'আঠারো বছর বয়স' কবিতার মূল উপজীব্য-

ক. আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার আহ্বান জানানো

খ. বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরা

গ. অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো

ঘ. নতুন জীবন রচনার স্বপ্ন

সঠিক উত্তর : খ. বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরা

২৬. সুকান্তের কবিতায় অন্যায়, সামাজিক বৈষম্য এবং নির্যাতিত মানুষের জন্য মমত্ববোধ প্রকাশিত হয় কোন প্রেক্ষাপটে?

ক. সমাজের দুর্নীতির প্রেক্ষাপটে

খ. নির্যাতিত মানুষের জীবনাচরণের প্রেক্ষাপটে

গ. বিশ্বব্যাপী যুদ্ধের ভয়াবহতা, দুর্ভিক্ষ ও মানবতার হাহাকারের প্রেক্ষাপটে

ঘ. মানবজীবনের জটিল জীবনযাত্রার প্রেক্ষাপটে

সঠিক উত্তর : গ. বিশ্বব্যাপী যুদ্ধের ভয়াবহতা, দুর্ভিক্ষ ও মানবতার হাহাকারের প্রেক্ষাপটে

২৭। আঠারো বছর বয়সে প্রাণ কেমন?

ক. তীব্র আর প্রখর

খ. ভীত আর নম্র

গ. তীব্র আর কোমল

ঘ. ভীত আর তীব্র

সঠিক উত্তর : গ. তীব্র আর কোমল

২৮. তারুণ্যের কোন বৈশিষ্ট্য সমাজের জন্য ক্ষতিস্বরূপ?

ক. বিদ্রোত্মক মনোভাব

খ. সহজ-সরল জীবনবোধ

গ. যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিচালনার অভাব

ঘ. জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে চলা

সঠিক উত্তর : গ. যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিচালনার অভাব

২৯. 'সপা' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

ক. সপা

খ. সমর্পণ

গ. সমারপণ

ঘ. সঁপা

সঠিক উত্তর : খ. সমর্পণ

৩০. সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে উচ্চারণ করে গেছেন-

র. অন্যায়-অবিচার-শোষণের বিরুদ্ধে বিদ্রোহ

রর. সংগ্রামের আহ্বান

ররর. বিপস্নব ও মুক্তির পক্ষে সংগ্রামে একাত্মতার ঘোষণা

নিচের কোনটি সঠিক

ক. র খ. রর

গ. ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৩১। সুকান্তের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?

ক. ঘুম নেই

খ. পূর্বাভাস

গ. হরতাল

ঘ. ছাড়পত্র

সঠিক উত্তর : ঘ. ছাড়পত্র

৩২। সুকান্তের কবিতায় কোন বিষয়টি বিশেষভাবে ফুটে উঠেছে?

ক. পরাধীনতার জয়গান

খ. শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ

গ. না পাওয়ার আকুতি

ঘ. প্রেম

সঠিক উত্তর : খ. শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ

৩৩। 'পদাঘাত চায় ভাঙতে পাথর বাধা' বাক্যটিতে ফুটে উঠেছে কোনটি?

ক. কিশোরের বল

খ. তারুণ্য-শক্তি

গ. যৌবন-শক্তি

ঘ. বার্ধ্যকের দুর্বলতা

সঠিক উত্তর : গ. যৌবন-শক্তি

৩৪। বিপদের মুখে আঠারো বছর বয়স কেমন?

ক. পশ্চাৎমুখী

খ. অগ্রণী

গ. ভীরু

ঘ. সাহসী

সঠিক উত্তর : খ. অগ্রণী

৩৫। আঠারো বছর বয়সে কানে কী আসে?

ক. মন্ত্রণা

খ. গুজব

গ. সত্যেরবাণী

ঘ. ভক্তির বাণী

সঠিক উত্তর : ক. মন্ত্রণা

৩৬। আঠারো বছর বয়সে কী আসে?

ক. হাসি

খ. কান্না

গ. আঘাত

ঘ. শান্তি

সঠিক উত্তর : গ. আঘাত

৩৭। আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?

ক. ভয়

খ. সাহস

গ. কোলাহল

ঘ. আন্দোলন

সঠিক উত্তর : খ. সাহস

৩৮। আঠারো বছর বয়স কী জানে?

ক. রক্তদানের পুণ্য

খ. বিপস্নব

গ. মন্ত্রণা

ঘ. ক্ষত বিক্ষত হতে

সঠিক উত্তর : ক. রক্তদানের পণ্য

৩৯। আঠারো বছর বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় কেন?

ক. বুদ্ধিমান থাকে

খ. দুর্বিনীত যৌবনে পদার্পণ করে

গ. এ বয়সে মানুষ কিশোর থাকে

ঘ. বিদ্রোহী হয়

সঠিক উত্তর : খ. দুর্বিনীত যৌবনে পর্দাপণ করে

৪০। তারুণ্য স্বপ্ন দেখে কিসের?

ক. নতুন পৃথিবীর

খ. নতুন জীবনের

গ. আত্মার প্রশান্তি

ঘ. শান্তির

সঠিক উত্তর : খ. নতুন জীবনের

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86864 and publish = 1 order by id desc limit 3' at line 1