বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

জয়ার পথে প্রসেনজিৎ-যীশু

বিনোদন রিপোটর্
  ০৫ জুলাই ২০১৮, ০০:০০
আপডেট  : ০৫ জুলাই ২০১৮, ২০:৩৩
প্রসেনজিৎ, জয়া আহসান ও যীশু

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পথে হঁাটলেন টালিউডের দুই অভিনেতা প্রসেনজিৎ ও যীশু সেনগুপ্ত। সৃজিত মুখোপাধ্যায়ের চৌরঙ্গী ছবি থেকে সরে দঁাড়ালেন প্রসেনজিৎ-যীশুও। কারণ প্রসেনজিতের মতে, ‘স্যাটা বোস’ চরিত্রে কম বয়সী কেউ অভিনয় করলে তা অনেক বেশি মানানসই হবে। আর শারীরিক অসুস্থতার জন্য ছবিটি করতে পারছেন না যীশু।

জানা গেছে, প্রখ্যাত সাহিত্যিক শংকরের উপন্যাস নিয়ে পিনাকি ভ‚ষণ মুখোপাধ্যায় তৈরি করেন চলচ্চিত্র ‘চৌরঙ্গী’। উপন্যাসের নামেই ছবির নাম। ছবিতে তখন অভিনয় করেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, বিশ্বজিৎ, অঞ্জনা ভৌমিক, শুভেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ। ঘটনাটি ১৯৬৮ সালের। ৫০ বছর পর আবার একই গল্প এবং একই নামে ছবি তৈরির উদ্যোগ নেন সৃজিত। শিল্পী বাছাইও চ‚ড়ান্ত হয়। এতে ‘করবী গুহ’র চরিত্রে জয়া আহসান, শাহজাহান হোটেলের প্রধান রিসেপশনিস্ট ‘স্যাটা বোস’ চরিত্রে প্রসেনজিৎ, ‘মিসেস পাকড়াশি’ চরিত্রে মমতা শঙ্কর, ‘কথক শঙ্কর’ চরিত্রে আবির চট্টোপাধ্যায়, ‘অনিন্দ্য পাকড়াশি’র চরিত্রে যীশু সেনগুপ্ত এবং ‘মাকোর্ পোলো’ চরিত্রে অঞ্জন দত্তকে নেয়ার ঘোষণা দেন সৃজিত মুখোপাধ্যায়। এই শিল্পীদের সঙ্গে নাকি তার আলোচনাও চ‚ড়ান্ত হয়েছে। সৃজিত তার ‘চৌরঙ্গী’ ছবির শুটিং করার কথা বলেছিলেন জুন মাসের গোড়ার দিকে। সেভাবেই সব কাজ তিনি গুছিয়েছেন। কিন্তু গত ২৪ জুন জানা গেছে, ছবিটিতে কাজ করছেন না জয়া। ‘চুম্বন’ দৃশ্যে অভিনয়ে ব্যাপারে আপত্তি জানিয়ে সরে যান তিনি। জয়া বলেন, ‘নতুন “চৌরঙ্গী” তো রিমেক নয়, সমসাময়িক প্রেক্ষাপটে নিমির্ত হচ্ছে। চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছে, ছবিটিতে অনেক বেশি খোলামেলা দৃশ্য থাকছে। এসব বিষয়ে আমার কিছু মানসিক বøক আছে। তাই সিদ্ধান্ত নিলাম, এই চরিত্রটি আমি না করি। সৃজিতকে বিষয়টি বুঝিয়ে বলেছি, আমার ব্যাপারটি সে বুঝেছে। দুজনের আলোচনার মাধ্যমেই ছবি থেকে সরে এসেছি।’

এখন আবার নতুন করে সব ঢেলে সাজিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। যে করেই হোক, ‘চৌরঙ্গী’ তিনি নতুন করে আবার পদার্য় আনবেন। এরই মধ্যে ছবির নাম পরিবতের্নর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছবির নতুন নাম ‘শাহজাহান রিজেন্সি’। ছবির শিল্পী নিবার্চন চ‚ড়ান্ত হয়ে গেছে। পাশাপাশি পরিবতর্ন আনা হয়েছে চিত্রনাট্যে। নতুন চিত্রনাট্যে গুরুত্ব দেয়া হয়েছে সময়কে। কারণ শংকরের ‘চৌরঙ্গী’ উপন্যাস নিয়ে যখন চলচ্চিত্র তৈরি হয়েছিল, তার সঙ্গে আজকের অনেক পাথর্ক্য। তাই বতর্মান আথর্সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে ছবিটি তৈরি হবে। এবার ছবির সঙ্গে যুক্ত হয়েছেন ঋতুপণার্ সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, অনিবার্ণ ভট্টাচাযর্, রুদ্রনীল ঘোষ, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুজয় প্রসাদসহ অনেকে। ছবির শুটিং শুরু হবে জুলাই মাসেই।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের পাশাপাশি এই ছবির আরেক প্রযোজনা প্রতিষ্ঠান সৃজিত মুখোপাধ্যায়ের ম্যাচকট প্রোডাকশন। ছবির সংগীত পরিচালনা করবেন অনুপম রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<2138 and publish = 1 order by id desc limit 3' at line 1