বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে আত্মহত্যার প্রবণতা বাড়ছে

এম. আবদুলস্নাহ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)
  ০২ জুলাই ২০২০, ০০:০০
রায়গঞ্জে আত্মহত্যার প্রবণতা বাড়ছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আত্মহত্যার প্রবণতা সম্প্রতি অনেক বেড়ে গেছে। প্রেমে ব্যর্থ, মাদকাসক্তি, পারিবারিক অশান্তি, যৌতুকের বলিসহ নানা কারণে এ মৃতু্যর মিছিল লম্বা হচ্ছে বলে জানা গেছে। এভাবে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

চলতি মাসে উপজেলায় আত্মহত্যা করেছে ৮ জন। তাদের মধ্যে শিক্ষার্থী ও গৃহবধূ দুইজন করে, একজন প্রতিবন্ধী ও তিনজন মাদকাসক্ত বলে জানা গেছে। এসব আত্মহত্যার ঘটনায় রায়গঞ্জ থানায় ৫টি অপমৃতু্য মামলা হয়েছে। এছাড়া আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যাওয়া মানুষের সংখ্যা প্রায় ডজনখানেক।

এলাকার সচেতন মহলের ধারণা, পারিবারিকভাবে সন্তানদের সঠিক শিক্ষা না দেওয়া, মুঠোফোনের যথেচ্ছ ব্যবহার, মাদকে আক্রান্ত, অপরিণত বয়সে প্রেম করে ব্যর্থ হওয়াই মূলত এসব ঘটনার কারণ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আক্তারুজ্জামান সোহেল বলেন, সিদ্ধান্তহীনতা আর পারিবারিক সমঝোতার অভাবে এমন চিত্র দেখতে হচ্ছে।

আত্মহত্যা ও আত্মহত্যার প্রবণতাকে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা উলেস্নখ করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহিত কামাল বলেন, বিষণ্নতার কারণে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করেন। দৈনন্দিন জীবনে জটিলতা ও প্রযুক্তির প্রতি মানুষের আসক্তি বেড়েছে। ফলে প্রায় দুই দশকে আত্মহত্যার চিত্রের খুব একটা পরিবর্তন দৃশ্যমান হয়নি। তবে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ছে বলে উলেস্নখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104483 and publish = 1 order by id desc limit 3' at line 1