বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রায়পুরায় আধিপত্য নিয়ে পৃথক সংঘষের্ নিহত ৩, আহত ৫০

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
  ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০
রায়পুরায় আধিপত্য নিয়ে পৃথক সংঘষের্ নিহত ৩, আহত ৫০

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে পূবর্শত্রæতার জের ধরে পৃথক সংঘষের্র ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

গতকাল সকালে উপজেলার দুগর্ম চরাঞ্চল বঁাশগাড়ী গ্রামে এবং দুপুর থেকে সন্ধ্যা পযর্ন্ত একই উপজেলার নিলক্ষা ইউনিয়নে এ সংঘষের্র ঘটনা ঘটে। পৃথক সংঘষের্র ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন বাঁশগাড়ী বালুয়াকান্দি এলাকার মোহাম্মদ আবদুল্লাহ ছেলে তোফায়েল হোসেন (১৮), নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও এলাকার উসমান মিয়ার ছেলে সোহরাব হোসেন (৩০) ও গোপীনাথপুর এলাকার মৃত সোবহান মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীঘির্দন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহেদ সরকারের সমথর্কদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত মাচের্ হঠাৎ অসুস্থ হয়ে মারা যান শাহেদ সরকার। এর ৪০ দিন পর গত ৩ মে দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। ইউপি চেয়ারম্যান সিরাজুল হক হত্যার পর থেকে প্রতিপক্ষের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় শাহেদ সরকার সমথর্করা। দীঘির্দন পলাতক থাকার পর শুক্রবার সকালে শাহেদ সমথর্করা এলাকায় ফিরলে প্রতিপক্ষ সিরাজুল হকের সমথর্করা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় দুইপক্ষের লোকজন সংঘষের্ জড়িয়ে পড়লে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এর মধ্যে ৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তোফায়েল হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন। তোফায়েল সম্প্রতি বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষাথীর্ হিসেবে নিবার্চনী পরীক্ষা শেষে ফরম পূরন করেছে। সে শাহেদ সরকারের সমথর্ক হিসেবে এলাকায় পরিচিত। এছাড়া গুরুতর আহতাবস্থায় সুমন মিয়া (২৬), মামুন মিয়া (২৫) ও সুমন মিয়া (২৬) নামের ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে একই উপজেলার নিলক্ষা ইউনিয়নেও আধিপত্য বিস্তার নিয়ে বতর্মান চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আবদুল হকের মধ্যে দীঘির্দন ধরে বিরোধ চলে আসছে। তাদের সমথর্করা আবার বাঁশগাড়ী এলাকায় বিভিন্ন পক্ষকে সমথর্ন দিয়ে সংঘষের্ অংশ নিয়ে থাকে। এরমধ্যে নিলক্ষা এলাকার তাজুল ইসলামের সমথর্করা বাঁশগাড়ী এলাকার সিরাজুল হক সমথর্ক এবং আবদুল হকের লোকজন শাহেদ সরকারকে সমথর্ন দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের সমথর্করা বাঁশগাড়ীর সংঘষের্র ঘটনায় অংশ নেয়ার পর নিজ এলাকায় ফিরে প্রতিপক্ষ আবদুল হকের সমথর্কদের ওপর হামলা চালায়। এতে প্রতিপক্ষের লোকজন প্রতিহত করতে গেলে সংঘষর্ বেধে যায়। সংঘষির্ট দুপুর থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে প্রথমে তাজুল ইসলামের সমথর্ক সোহরাব হোসেন ও পরে আবদুল হক সরকারের সমথর্ক স্বপন মিয়া নামের দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হয় কমপক্ষে ৫০ জন। এর মধ্যে ১৫/১৬ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

এ ব্যাপারে নিলক্ষা ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, ‘একপক্ষ অতকির্তভাবে তাদের প্রতিপক্ষের ওপর হামলা করে। পরে দুপক্ষের মধ্যে সংঘষর্ বেধে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে উভয়পক্ষের একজন করে মোট দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ ও টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।’

নিলক্ষা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচাজর্ উপপরিদশর্ক (এসআই) মোহাম্মদ হোসাইন বলেন, লাশ রায়পুরা থানা হেফাজতে পাঠানো হয়েছে। সেখান থেকে ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। বঁাশগাড়ীর সংঘষের্র ঘটনার জের ধরেই তাজুল চেয়ারম্যানের সমথর্করা আবদুল হক চেয়ারম্যানের সমথর্কদের ওপর অতকির্ত হামলা চালায়। তবে আজকের সংঘষির্ট পূবর্ পরিকল্পিত ছিল না। হঠাৎ করেই এই সংঘষর্ হয়। ’

রায়পুরা থানার পরিদশর্ক (অপারেশন) মোজাফফর হোসেন বলেন, ‘সকালে বাঁশগাড়ীর ঘটনার খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে নিলক্ষা ইউনিয়নের প্রথমে বীরগঁাও ও পরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘষর্ শুরু হয়। পযার্প্ত পুলিশ মোতায়েন করা হলেও তা নিয়ন্ত্রণ করতে সময় লেগে যায়। পৃথক দুটি সংঘষের্র ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22791 and publish = 1 order by id desc limit 3' at line 1