বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আমি সুর পাল্টাব না ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী

যাযাদি রিপোটর্
  ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০
আপডেট  : ২৪ জানুয়ারি ২০১৯, ১০:২৭
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বুধবার আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি Ñযাযাদি

ব্যবসায়ীদের দাবি দাওয়া বাস্তবায়ন নিয়ে কখনও দ্বিমত পোষণ করবেন না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘মন্ত্রী হয়েছি বলে, আমি সুর পাল্টাবো না।’

বুধবার রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনের ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ানর্ অ্যান্ড ফেব্রিক শো-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুনশি একজন তৈরি পোশাক ব্যবসায়ী। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতিও ছিলেন তিনি। রংপুর-৪ আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নিবাির্চত হয়েছেন; এবার দায়িত্ব পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে।

দায়িত্ব নেয়ার পর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নানা দাবিও তুলে ধরেছেন।

মন্ত্রী জানান, সবের্শষ তার সঙ্গে দেখা করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা।

ফেব্রিক শো’তে ব্যবসায়ী নেতাদের দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘শিল্পখাতে আমাদের অবদান ৩৩ দশমিক ৭১ শতাংশ। আমি আজ কমাসর্ মিনিস্টার হয়েছি, ব?াট ২৫ বছরের বেশি উল্টো টেবিলে বসেছি। দাবি দাওয়া যা কিছু আছে তা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।’

‘তিনদিন আগে আমার কাছে ঢাকা চেম্বারের প্রতিনিধিরা এসেছিলেন। তারাও অনেক দাবি দাওয়া তুলে ধরেছেন। আমি তাদের বলেছি, মন্ত্রীর দায়িত্ব পেয়েছি মাত্র বোধ হয় ৭ থেকে ১০ দিন হয়েছে। বড়জোর ১৫ দিন হয়েছে। তার আগ পযর্ন্ত তো আমি আপনাদের ওইদিকের টেবিলেই ছিলাম।’

তিনি বলেন, ‘আজকে এদিকে আছি বলে, এদিকে বসার পরে আমি আমার সুরটা পাল্টাবো না। আমি আপনাদের মতো করেই কথা বলব। আপনাদের মতো করেই দেশের শিল্পকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেভাবে আপনাদের সঙ্গে থাকব, কাজ করব। সব সময় একটাই চিন্তা আমার কেমন করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়!’

টিপু মুনশি বলেন, ‘২০২১ সাল নাগাদ আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৫০০ ডলারে উন্নীত হবে বলে আশা করছি। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। বতর্মানে আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৭৫৪ ডলার। এটা অনেক দেশের চেয়ে বেশি।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমার সামনের সারিতে যারা বসে আছেন, তাদের যোগ্যতাই তাদের এই পযাের্য় নিয়ে এসেছে। আমরা সবাই একই ট্রেন্ড থেকে এসেছি। আমার বিশ্বাস এদের নেতৃত্বেই সম্ভব ২০২১ সাল নাগাদ তৈরি পোশাক রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে। চেষ্টা করলে ২০২৪ সালে রপ্তানির পরিমাণ ১০০ বিলিয়ন ডলারও হতে পারে।’

এ সময় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহি?উদ্দিন, তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সহ-সভাপতি মনসুর আহমেদ ও সেমস গেøাবালের এমডি মেহেরুন এন ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33671 and publish = 1 order by id desc limit 3' at line 1